16GB RAM +1টিবি স্টোরেজ সহ লঞ্চ হল OnePlus Open Apex Edition স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস তাদের বুক স্টাইল ফোল্ডেবল স্মার্টফোন নতুন রূপে লঞ্চ করেছে। এই ফোনটি ভারতীয় বাজারে OnePlus Open Apex Edition নামে পেশ করা হয়েছে। বিশেষত্ব হল কোম্পানি এই ফোনটি আপগ্রেড ফিচার সহ লঞ্চ করেছে। এই ফোনটিতে VIP প্রাইভেসি মোড, 1টিবি স্টোরেজ এবং ডেডিকেটেড সিকিউরিটি চিপ রয়েছে। এছাড়া AI ইমেজ এডিটিং ফিচার যোগ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন রূপে পেশ হওয়া স্মার্টফোনটির দাম, স্পেসিফিকেশন এবং সেল সম্পর্কে।

OnePlus Open Apex Edition এর দাম এবং সেল

  • ভারতে OnePlus Open Apex Edition ফোনটির দাম 1,49,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি 16GB RAM এবং 1টিবি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। তবে বেস মডেল 1,39,999 টাকা দামে পেশ করা হয়েছে।
  • আগামী 10 আগস্ট থেকে ভারতীয় বাজারে এই ফোনটির সেল শুরু হবে। এই ফোনটি ওয়ানপ্লস অফিসিয়াল ওয়েবসাইট, আমাজন এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে সেল করা হবে।
  • যেসব ইউজাররা OnePlus Open Apex Edition ফোনটি কিনবে, তাঁরা 3 মাস পর্যন্ত মাইক্রোসফট 365 পার্সোনাল সাবস্ক্রিপশন ফ্রি পাবে।
  • অফার হিসেবে ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ফোনটি কিনলে 20,000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে।

OnePlus Open Apex Edition এর ছবি

OnePlus Open Apex Edition এ কি নতুন পাওয়া যাবে?

ওয়ানপ্লাস ওপেন এপেক্স এডিশন ফোনটি ক্রিমসন রেড শেড প্রিমিয়াম ভেগান লেদারের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে নতুন AI ইরেজার এবং AI স্মার্ট কাটআউট ইমেজ এডিটিং ফিচার রয়েছে। এর সাহায্যে কোনো ফটোগ্রাফ থেকে অবজেক্ট পরিবর্তন বা মুছে ফেলা যাবে। সিকিউরিটির জন্য ফোনটিতে একটি নতুন ভিআইপি মোড রয়েছে। এটি অল্টার স্লাইডারের মাধ্যমে ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ডেটা আরও ভালোভাবে সুরক্ষিত রাখার জন্য একটি ডেডিকেটেড সিকিউরিটি চিপ দেওয়া হয়েছে। একইসঙ্গে এই স্মার্টফোনটিতে 1TB USF 4.0 স্টোরেজ যোগ করা হয়েছে।

OnePlus Open Apex Edition এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OnePlus Open Apex Edition ফোনটিতে 2K এমোলেড প্রাইমারি 7.82 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 2,800 নিটস পীক ব্রাইটনেস এবং আলট্রা থিন গ্লাস প্রোটেকশন রয়েছে। এই ফোনটিতে 6.31 ইঞ্চির 2K এমোলেড কার্ভ ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং সিরেমিক গার্ড প্রোটেকশন যোগ করা হয়েছে।

প্রসেসর: এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 SoC প্রসেসর দেওয়া হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে অ্যাড্রিনো 740 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: OnePlus Open Apex Edition ফোনটিতে 16GB LPDDR5X RAM এবং 1TB UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

রেয়ার ক্যামেরা: এই ফোনটির রেয়ার প্যানেলে 48MP প্রাইমারি ক্যামেরা, 3X অপ্টিকল জুম সহ 64MP টেলিফটো লেন্স এবং 48MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 20MP প্রাইমারি লেন্স এবং 32MP সেকেন্ডারি ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OnePlus Open Apex Edition ফোনটিতে 67W চার্জিং সাপোর্টেড 4,805mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

ওএস: OnePlus Open Apex Edition ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং অক্সিজেনওএস 14.0 সহ কাজ করে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here