যারা কম দামে OnePlus ট্যাবলেট ব্যাবহার করতে চান তাদের জন্য দারুণ সুখবর! কোম্পানি গতকাল ভারতের বাজারে OnePlus Pad Lite নামে তাদের নতুন ট্যাবলেট লঞ্চ করেছে। এই ডিভাইসটি 6GB ও 8GB RAM অপশনে পেশ করা হয়েছে এবং এটির প্রাথমিক দাম রাখা হয়েছে মাত্র 15,999 টাকা। এই নতুন ট্যাবলেটে সিম কার্ডও ব্যাবহার করা যায় এবং এটি ওয়াইফাইয়ের মাধ্যমেও ব্যাবহার করা যায়। এই পোস্টে লেটেস্ট OnePlus Pad Lite এর দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
OnePlus Pad Lite ট্যাবলেটের দাম
- 6GB RAM + 128GB Storage (Wi-Fi) – 15,999 টাকা
- 8GB RAM + 128GB Storage (Wi-Fi + 4G LTE) – 17,999 টাকা
ভারতে OnePlus Pad Lite ট্যাবলেট দুটি মডেলে লঞ্চ করা হয়েছে। এটির Wi-Fi মডেলে 6GB RAM দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। একইভাবে Wi-Fi + 4G LTE মডেল 8GB RAM সহ 17,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 128GB স্টোরেজ রয়েছে।
আগামী 1 আগস্ট থেকে OnePlus Pad Lite ডিভাইসের সেল শুরু হবে এবং প্রাথমিক অফারে কোম্পানির পক্ষ থেকে এই ট্যাবলেটের দামে 1,000 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট ও 2,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে। এই ছাড় সহ লেটেস্ট ট্যাবলেটটি যথাক্রমে 12,999 টাকা এবং 14,999 টাকা এফেক্টিভ প্রাইসে কেনা যাবে। এই ডিভাইসটি Aero Blue কালার অপশনে পেশ করা হয়েছে।
OnePlus Pad Lite ট্যাবলেটের স্পেসিফিকেশন
- 11″ 90Hz FHD+ Display
- MediaTek Helio G100
- 8GB RAM + 128GB Storage
- 5MP Back Camera
- 5MP Front Camera
- 9,340mAh Battery
- 33W SUPERVOOC Charge
ডিসপ্লে
OnePlus Pad Lite ট্যাবলেটে 1920 × 1200 পিক্সক্সেল রেজোলিউশন সাপোর্টেড 11 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনের স্ক্রিন-টু-বডি রেশিও 85.3%। LCD প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পেলিং রেট, 500nits ব্রাইটনেস ও 207ppi পিক্সেল ডেনসিটি সাপোর্ট করে। এই স্ক্রিনের চারদিকে বডি এজ যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই ডিভাইসের থিকনেস 7.39mm এবং ওজন 530 গ্রাম।
পারফরমেন্স
OnePlus Pad Lite ট্যাবলেটটি Android 15 বেসড OxygenOS 15.0.1 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি100 অক্টাকোর প্রসেসর রয়েছে। সুন্দর গ্রাফিক্সের জন্য এই ট্যাবে Arm Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ট্যাবলেটে LPDDR4x RAM + UFS 2.2 Storage টেকনোলজি যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফি ও সেলফির জন্য OnePlus Pad Lite ট্যাবলেটটির উভয় প্যানেলে সিঙ্গেল ক্যামেরা সেন্সর রয়েছে। এই ট্যাবে 1080P 30fps ভিডিও রেকর্ডিঙের ক্ষমতাসম্পন্ন 5MP রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে অনলাইন ক্লাস ও ভিডিও কনফারেন্সের জন্য এতে 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
OnePlus Pad Lite ট্যাবলেটে পাওয়ার ব্যাকআপের জন্য 9,340mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী, ফুল চাজ করার পর এই ডিভাইসে 11 ঘণ্টা পর্যন্ত ভিডিও দেখা যাবে। এছাড়াও এতে 54 দিন অর্থাৎ প্রায় দুই মাস পর্যন্ত স্ট্যান্ড বাই টাইম পাওয়া যাবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
OnePlus Pad Lite ট্যাবলেটের ফিচার
- এই ট্যাবলেটে Omnibearing Sound Field টেকনোলজি সাপোর্টেড Hi-Res অডিও সহ কোয়াড স্পিকার রয়েছে। এগুলি স্ক্রিন অরিয়েন্টেশন অনুযায়ী সাউন্ড ডাইরেকশনাল করে।
- Screen Mirroring ফিচারের মাধ্যমে ট্যাবলেটের বড় স্ক্রিন ব্যাবহার করেই OnePlus স্মার্টফোন কন্ট্রোল করা যায়।
- Clipboard Sharing এবং Shared Gallery এর মতো টুলের সাহায্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে দ্রুত কন্টেন্ট সিঙ্ক করা যায়।
- Quick Share এবং O+ Connect সাপোর্টের মাধ্যমে এই ট্যাবলেট Android, iOS এবং iPadOS ডিভাইসের সঙ্গেও ফাইল শেয়ার করতে পারে।
- Open Canvas ফিচারের দৌলতে মাল্টি টাস্কিঙের জন্য দুটি অ্যাপ সাইড-বাই-সাইড চালানো এবং উইন্ডো সাইজও অ্যাডজাস্ট করা যায়।
- Cross-Screen Transmission এর মাধ্যমে এই ট্যাবলেট সেকেন্ড স্ক্রিন হিসাবে ব্যাবহার করা যায়, এর ফলে স্টেডি ও ওয়ার্ক ফ্লো উভয়ই স্মুথ হয়ে যায়।
- Kids Mode এর মাধ্যমে এটি ছোটদের জন্য সেফ ও হেল্থি ভার্চুয়াল ডেক্সটপ হিসাবে ব্যাবহার করা যায়, এক্ষেত্রে প্যারেন্টাল কন্ট্রোল ও Eye Care মোড ডিফল্ট অন থাকে।
- কানেক্টিভিটির জন্য OnePlus Pad Lite ট্যাবলেটে অপশনাল 4G LTE এর সঙ্গে 5GHz Wi-Fi, Bluetooth 5.4 এবং USB Type-C পোর্ট রয়েছে।











