স‍্যামসাং ও অ্যাপেলকে পিছিয়ে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন ব্র‍্যান্ড ওয়ানপ্লাস

ফ্ল‍্যাগশিপ কিলার নামে পরিচিত ওয়ানপ্লাস মে মাসে ভারতে তাদের নতুন হাইএন্ড ডিভাইস ওয়ানপ্লাস 6 লঞ্চ করেছে। দুর্দান্ত স্পেশিফিকেশন‌ওয়ালা ডিভাইসটি অত‍্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ওয়ানপ্লাস ফ‍্যানদের জন্য ইন্ডিয়ান স্মার্টফোন মার্কেটে দারুণ একটি খবর পাওয়া গেছে। রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্টের নতুন একটি রিপোর্ট অনুযায়ী প্রিমিয়াম সেগমেন্টে ওয়ানপ্লাস স‍্যামসাং ও অ্যাপেলের থেকে এগিয়ে প্রথম স্থান দখল করেছে। কাউন্টারপয়েন্টের এই রিপোর্টে 2018 সালের দ্বিতীয় ত্রিমাসিক তথ্য জানানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাস এপ্রিল, মে ও জুন মাসে প্রিমিয়াম সেগমেন্টে রেকর্ড পরিমাণ সেল করেছে এবং এর ফলে স‍্যামসাং ও অ্যাপেলকে ছাড়িয়ে ওয়ানপ্লাস ভারতের সবচেয়ে বড় প্রিমিয়াম ব্র‍্যান্ডে পরিণত হয়েছে। এটি সত্য যে কোম্পানির এই সফলতার পেছনে কোম্পানির ওয়ানপ্লাস 6 ফোনটি অনেকাংশে দায়ী। এটি প্রথমবারের জন্য হয়েছে যে স‍্যামসাং অন্য কোনো কোম্পানির কাছ প্রিমিয়াম সেগমেন্টে পিছিয়ে পড়ল।

ভারতে 30,000 টাকার চেয়ে বেশি দামি ফোনগুলিকে প্রিমিয়াম সেগমেন্টে ধরা হয়। এবছরের দ্বিতীয় তিনমাসে ওয়ানপ্লাস এই সেগমেন্টের 40% মার্কেট দখল করে রেখে দেশের প্রথম স্থান দখল করেছে। ওয়ানপ্লাস 6 এর সফলতা কোম্পানিকে এই আসনে বসতে সাহায্য করেছে। দ্বিতীয় স্থানে 34 শতাংশ শেয়ারের সঙ্গে রয়েছে স‍্যামসাং। এবং তৃতীয় স্থানে অ্যাপেল আছে 14 শতাংশ শেয়ারের সঙ্গে।

ওয়ানপ্লাসের জন্য ভারতীয় স্মার্টফোন মার্কেট বিশেষ ভুমিকা পালন করে থাকে। রিপোর্ট অনুযায়ী শুধুমাত্র ভারত থেকে সমগ্ৰ বিশ্বের মোট লাভের প্রায় এক তৃতীয়াংশ অর্জন করা হয়। এবারের দ্বিতীয় তিনমাস পর্যন্ত প্রিমিয়াম সেগমেন্টের রিপোর্ট অনুযায়ী ওয়ানপ্লাসের 40 শতাংশের মধ্যে ওয়ানপ্লাস 6 এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। স‍্যামসাঙের গ‍্যালাক্সি এস9 সিরিজ ও অ্যাপেলের আইফোন 8 ও আইফোন 10 এর সেল অন‍্যতম।

গত বছরের তুলনায় এবছর স‍্যামসাঙের এস9 এর শিপমেন্ট কম রাখা হয়েছে। আইফোনের অতিরিক্ত দাম অ্যাপেলের এই ক্ষতির প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে। ওয়ানপ্লাস, স‍্যামসাং ও অ্যাপেল ভারতের স্মার্টফোন মার্কেটের মোট 88 শতাংশ দখল করেছে অথচ প্রথম তিনমাসে এই সংখ্যা ছিল প্রায় 95 শতাংশ।

হুয়াই পি20, ভিভো এক্স21, নোকিয়া 8 সিরোকো ও এলজি বি30 ফোনগুলি স‍্যামসাং, ওয়ানপ্লাস ও অ্যাপেলের 6 শতাংশ ক্ষতির জন্য দায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here