দাম কমলো Oppo A1k ও Oppo A5s ফোনদুটির, জেনে নিন নতুন দাম

Oppo কিছু দিন আগে F11 Pro, Oppo A5 ও Oppo KI এর দাম কমিয়েছে। আরও একবার কোম্পানি দুটি ফোনের দাম কমালো। কোম্পানি লঞ্চের পর এই প্রথম Oppo A1k ও Oppo A5s এর দাম কমালো।

4,000 এম‌এএইচের ব‍্যাটারীযুক্ত হবে ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা LG W সিরিজের স্মার্টফোন, ভারতেও হবে লঞ্চ

Oppo A1k এর দাম 500 টাকা কমানো হয়েছে। অপরদিকে Oppo A5s এর দুটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা করে কমানো হয়েছে। আমরা এই প্রাইস কাটের খবর রিটেইল স্টোর থেকে পেয়েছি। চলুন জেনে নেওয়া যাক ফোনদুটির নতুন দাম।

নতুন দাম
Oppo A1k ফোনটি কোম্পানির পক্ষ থেকে 8,490 টাকা দামে লঞ্চ করেছিল যা এখন 7,990 টাকার বিনিময়ে বেচা হচ্ছে। এই ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে। Oppo A5s ফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে সঙ্গে অফলাইন রিটেইল স্টোরেও বেচা হয়। এই ফোনটির 2 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 8,990 টাকা দামে ও 3 জিবি র‍্যাম ভেরিয়েন্ট 9,990 টাকার বিনিময়ে সেল করা হচ্ছে।

ভারতে লঞ্চ হলো Samsung Galaxy M40, ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এতে আছে 6 জিবি র‍্যাম

Oppo A1k এর বিচার ও স্পেসিফিকেশন
Oppo A1k ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার স্ক্রিন টু বডি রেশিও 87.43 শতাংশ। এই ফোনে 6.1 ইঞ্চির এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস দিয়ে প্রোটেক্টেড। Oppo A1k অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত কালার ওএস 6 সহ পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক 6762 চিপসেটে রান করে।

কোম্পানির তরফ থেকে ফোনটির একটি ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হয়েছে যা 2 জিবি র‍্যামযুক্ত। এই ফোনে 32 জিবি মেমরি আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য Oppo A1k তে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 8 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

স‍্যামসাং সামার সেলে পাওয়া যাচ্ছে Galaxy A9 ও Galaxy M সিরিজের ওপর বড়ো ডিসকাউন্ট

Oppo A1k একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের বদলে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে কোম্পানি 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দিয়েছে। ওপ্পোর এই লেটেস্ট ফোনটি রেড ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

Oppo A5s এর ফিচার ও স্পেসিফিকেশন
Oppo A5s ফোনটি 19:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে যা 6.2 ইঞ্চির এইচডি+ ডিসপ্লেযুক্ত। কোম্পানি এই ফোনটি 8.1 অরিওযুক্ত কালার ওএস 5.2 সহ পেশ করেছে যা মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে।

যদি আপনার ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকে তবে আপনি পড়বেন এই পাঁচটি সমস্যায়

ফোটোগ্ৰাফির জন্য Oppo A5s এর ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল ও 2 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে। ডুয়েল সিম ও 4জি এলটিইর সঙ্গে এতে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Oppo A5s এ 4,230 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here