ভারতের বাজারে OPPO তাদের নতুন এবং কম দামে OPPO A5 5G স্মার্টফোন লঞ্চ করেছে। ইতিমধ্যেই স্মার্টফোনটি OPPO India ওয়েবসাইট এবং Croma শপিং সাইটে লিস্টেড হয়ে গেছে। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর, 8GB RAM, 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, 360-ডিগ্রী Armour Body এর মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO A5 5G স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Oppo A5 5G এর দাম এবং সেল
- ভারতের বাজারে OPPO A5 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর ভ্যানিলা মডেল 6GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 15,499 টাকা রাখা হয়েছে।
- টপ মডেল 8GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 16,999 টাকা রাখা হয়েছে।
- লঞ্চ অফার হিসাবে SBI Card, IDFC FIRST Bank, BOB, Federal Bank ও DBS Bank কার্ডে 1,500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে।
- 6 মাসের নো কষ্ট EMI অপশন সহ স্মার্টফোনটি কেনা যাবে এবং বেশ কিছু পার্টনারের মাধ্যমে Zero Down Payment স্কিম উপভোগ করা যাবে।
Oppo A5 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে
OPPO A5 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1604 x 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এই স্মার্টফোনটিতে Ultra Volume Mode রয়েছে, ফলে 300% পর্যন্ত বাড়ানো যাবে।
প্রসেসর
Oppo A5 5G স্মার্টফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটিতে 6GB, 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এটি হাইব্রিট সিম স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। একইসঙ্গে RAM Expansion ফিচার যোগ করা হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর + 2MP ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
AI ফিচার
স্মার্টফোনটিতে অপ্রয়োজনীয় অংশ কাটার জন্য AI Eraser 2.0, ঝাপসা ছবি পরিষ্কার করার জন্য AI Clarity Enhancer এবং ছবি থেকে অ্যালিমেন্ট এডিট করার জন্য AI Smart Image Matting 2.0 এর মতো ফিচারগুলি দেওয়া হয়েছে।
ব্যাটারি
OPPO A5 5G স্মার্টফোনটিতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী 5 বছর পরেও 80% পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। এছাড়া স্মার্টফোনটি 21 মিনিটে 30%, এবং 37 মিনিটে 50% চার্জ হতে সময় লাগবে।
অন্যান্য
স্মার্টফোনটিতে 5G, LTE, ডুয়েল-ব্যান্ড Wi-Fi (2.4GHz/5GHz), Bluetooth 5.4, USB Type-C পোর্ট, এবং ডুয়েল সিম সাপোর্ট করে। এছাড়াও Outdoor Mode ও Glove Touch এর মতো ফিচার রয়েছে। OPPO A5 5G স্মার্টফোনটিতে 360-ডিগ্রী Armour Body দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং যোগ করা হয়েছে। স্মার্টফোনটিতে ABS প্ল্যাস্টিক ব্যাবহারের ফলে এটি 160% পর্যন্ত আরও ভালো ইমপ্যাক্ট রেসিস্টেন্স এবং মিলিটারি গ্রেড সার্টিফাইড। স্মার্টফোনের ডায়মেনশন 7.60 x 0.79 x 16.57 সেমি এবং ওজন 194 গ্রাম রয়েছে।
Oppo A5 5G এর স্পেসিফিকেশন বিকল্প
যারা 15,000 টাকা থেকে 17,000 টাকা বাজেটের মধ্যে OPPO A5 5G ফোনের বিকল্প খুঁজছেন, তাদের জন্য বাজারে বেশ কিছু সুন্দর অপশন রয়েছে এবং এইসব ফোনে ব্যাটারি, ডিসপ্লে, পারফরমেন্স বা ক্যামেরার দিকে এই ফোনটির চেয়ে ভালো বা বেশ কড়া টক্কর দেয়। এইসব ফোনের মধ্যে OPPO ব্র্যান্ডের OPPO A5 Pro, OPPO K13 এবং vivo ব্র্যান্ডের vivo T4X ফোনগুলি বেশ উল্লেখযোগ্য।