গুগল প্লে কনসোলে লিস্টেড হল OPPO A5 এর গ্লোবাল মডেল, প্রকাশ্যে এল স্পেসিফিকেশন

শীঘ্রই OPPO তাদের OPPO A5 ফোনটি গ্লোবাল বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি Google Play Console আপকামিং ফোনটি লিস্টেড হয়েছে। এটি সম্প্রতি চীনে লঞ্চ হওয়া মডেলের তুলনায় কিছুটা আলাদা হতে পারে। এই লিস্টিঙের মাধ্যমে OPPO A5 5G ফোনের ফ্রন্ট ডিজাইন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার স্পেসিফিকেশন জানা গেছে।

OPPO A5 5G এর গুগল প্লে কনসোল ডিটেইলস

  • আমরা Google Play Console লিস্টিঙে CPH2735 মডেল নাম্বার সহ স্পট করেছি।
  • এই লিস্টিঙের মাধ্যমে OPPO A5 ফোনের একটি রেন্ডার দেখা গেছে, ফোনটিতে সেন্টার পজিশন পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে। অন্যদিকে স্ক্রিনের চারদিকে মোটা বেজাল এবং বিশেষ করে নীচের দিকে প্যানেল কিছুটা চওড়া দেখা গেছে।

  • ফোনের ডানদিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া হয়েছে।
  • লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী OPPO A5 5G ফোনটিতে 4GB RAM (অর্থাৎ প্রায় 3.7-3.8GB) দেওয়া হয়েছে এবং এটি Android 15 OS সহ কাজ করবে।
  • চিপসেট সেকশনে MediaTek MT6835 লেখা রয়েছে, এটি MediaTek Dimensity 6100+ চিপসেট হবে বলে মনে করা হচ্ছে। এই চিপসেটে দুটি A76 কোর এবং ছয়টি A55 কোর রয়েছে। গ্রাফিক্সের জন্য ফোনটিতে Mali G57 GPU দেওয়া হবে।
  • চীনের OPPO A5 মডেলটি Snapdragon 6 Gen 1 চিপসেট সহ পেশ করা হয়েছে।
  • OPPO A5 5G ফোনের গ্লোবাল ভার্সনে HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 720 x 1,604 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। সম্প্রতি লিস্টিঙের মাধ্যমে ডিসপ্লেয়ের সঠিক সাইজ সম্পর্কে জানানো হয়নি।

এখনও পর্যন্ত OPPO A5 5G গ্লোবাল মডেল সম্পর্কে এইসব তথ্য প্রকাশ্যে এসেছে। তবে স্পষ্ট বোঝা যাচ্ছে ফোনটি চীনে ভার্সনের তুলনায় সম্পূর্ণ আলাদা হতে চলেছে। চীনের মডেলে 6.7 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে, 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP ফ্রন্ট ক্যামেরা, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 6,500mAh ব্যাটারি সহ 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এই নতুন ফোনটি OPPO A3 5G ফোনের সাক্সেসার হবে। বর্তমানে ভারতে ফোনটি 14,999 টাকা দামে সেল করা হয়। এখনও পর্যন্ত OPPO A5 5G ফোনটি ভারতে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানা যায়নি। পরবর্তী সময়ে এই বিষয়ে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here