5,000এম‌এএইচ ব‍্যাটারী আর 6 জিবি র‍্যামের OPPO A54 এর দাম বেড়ে গেল, জানুন নতুন দাম

OPPO A54 Price in India: প্রতিদিন মূল্য বৃদ্ধিতে এখন স্মার্টফোন নির্মাতা কোম্পানি গুলিও নিজের Smartphone এর দাম বাড়াতে শুরু করেছে, যদি আপনিও OPPO ব্র‍্যান্ডের এই Budget Smartphone কেনার প্ল‍্যান করছেন তাহলে এখন কোম্পানির হ‍্যান্ডসেট কেনার জন্য বেশি দাম দিতে হবে। মনে করিয়ে দিই যে কয়েক দিন আগে OPPO A11K, OPPO A15, OPPO A15s, OPPO A53s আর OPPO F19 এর দাম বাড়ানো হয়েছিল। আবার কোম্পানি নিজের গ্রাহকদের ঝাটকা দিয়ে OPPO A54 এর দাম বাড়ালো। আসুন আগে আপনাকে এই ফোনের নতুন দাম সম্পর্কে জানাই।

OPPO A54 নতুন দাম

কোম্পানি OPPO A54 এর তিনটি ভেরিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। 91মোবাইল্স এর রিটেল সোর্স দ্বারা পাওয়া তথ্য অনুযায়ী OPPO A54 এর 4 জিবি র‍্যামের সাথে 64 জিবির ইন্টারনাল স্টোরেজের নতুন দাম 13,990 টাকা হয়েছে যা আগে 13,490 টাকা ছিল। আবার ফোনের অন্য ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের প্রাইস এখন 15,490 টাকা হয়ে গেছে। এই ফোনের প্রাইস লঞ্চের সময় 14,490 টাকা ছিল। আবার তৃতীয় ভেরিয়েন্ট অর্থাৎ 6 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজের জন্য এখন গ্রাহকদের 16,490 টাকা দিতে হবে। আগে ফোনের দাম 15,990 টাকা ছিল।

Oppo A54 5G

ওপ্পো এ54 5জি এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনটি 1080 × 2400 পিক্সেল রেজিউলেশনের 6.51 ইঞ্চির ফুল‌এইচডি+ পাঞ্চহোল ডিসপ্লে যুক্ত যা 90 হার্টজ রিফ্রেশ রেটের সাথেই 180 হার্টজ টাচ স‍্যাম্পলিং রেট সাপোর্ট করে। Oppo A54 5G এর স্ক্রিন-টু-বডি রেশিও 90.5 শতাংশ এবং ফোনের স্ক্রিন 405 পিপিআই পিক্সেল ডেন্সিটি সাপোর্ট করে।

Oppo A54 5G অ্যান্ড্রয়েড 11 এ কাজ করে যা কালার‌ওএস 11 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরের সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ওপ্পো ফোনটি অ্যাড্রিনো 619 জিপিইউ সাপোর্ট করে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে Oppo A54 5G কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/1.7 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর এতো অ্যাপার্চারের‌ই 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। এইভাবেই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের 16 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা আছে।

Oppo A54 5G ডুয়াল সিম ফোন যার মধ্যে বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথেই সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে, আবার এর সাথেই এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এইভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে যা 10ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here