শীঘ্রই লঞ্চ হতে পারে OPPO A59 5G ফোন, বিআইএস এবং ব্লুটুথ এসআইজিতে লিস্টেড

Highlights

  • শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে OPPO A59 5G।
  • ফোনটি A58 এর সাক্সেসার হিসাবে পেশ করা হতে পারে।
  • ফোনটি CPH2617 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।

আগামী কিছু দিনের মধ্যেই ওপ্পো ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের নতুন 5G ফোন পেশ করতে পারে। এই ফোনটি OPPO A59 5G নামে এবং A58 5G এর সাক্সেসার হিসাবে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনের বিষয়ে অফিসিয়ালি কিছু বলা হয়নি ঠিকই, তবে ফোনটি BIS এবং ব্লুটুথ এসআইজি সার্টিফিকেশন সাইটে এই ফোনটি দেখা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং এবং সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে। আরও পড়ুন: সস্তা রেডমি ফোন এখন আরও সস্তা, দেখে নিন Redmi 12 ফোনের অফার এবং ডিল

OPPO A59 5G এর লিস্টিং

  • বিআইএস সাইটে A59 5G ফোনটি CPH2617 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • ফোনটির লিস্টিঙে মডেল নাম্বার ছাড়া অন্য কোনো তথ্য জানানো হয়নি।
  • এই প্ল্যাটফর্মে লিস্টিং দেখে ফোনটি শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
  • ব্লুটুথ এসআইজি সাইটেও এই ফোনটি CPH2617 মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে এই ফোনে ব্লুটুথ 5.3 থাকবে।

OPPO A58 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আপকামিং A59 ফোনটি কোম্পানির OPPO A58 5G এর আপগ্রেডেড ভার্সন হিসাবে লঞ্চ করা হতে পারে। তাই এই ফোনের সঙ্গে স্পেসিফিকেশন কিছুটা মিলতে পারে।

  • ডিসপ্লে: OPPO A58 5G ফোনে 6.56 ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে। এই স্ক্রিন 90Hz রিফ্রেশরেট এবং 720 x 1612 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনে কোম্পানি 7 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 700 চিপসেট যোগ করেছে। হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে Mali-G57 MC2 জিপিইউ রয়েছে।
  • স্টোরেজ: এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হয়। এতে 6GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 128GB মেমরি এবং 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: এতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।
  • অন্যান্য: এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ডুয়েল সিম 5G এর মতো বেশ কিছু সুন্দর ফিচার দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here