গ্লোবাল বাজারে Oppo তাদের নতুন Oppo A5i Pro 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি মালয়েশিয়া ওয়েবসাইটে লিস্টেড করেছে। এই স্মার্টফোনের ডিজাইন জুন মাসে লঞ্চ হওয়া Oppo A5i 4G সিরিজের মতো দেখাছে। স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি, 8GB RAM, 50MP ক্যামেরা, 6.67 ইঞ্চির LCD HD+ ডিসপ্লেয়ের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A5i Pro 5G স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Oppo A5i Pro 5G স্মার্টফোনটিতে 6.67 ইঞ্চির LCD HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 88% DCI-P3 এবং 100% sRGB কালার গামুট ও HBM সহ 1000 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়া স্ক্রিনে Corning Gorilla Glass 7i প্রোটেকশন রয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP65 রেটিং যোগ করা হয়েছে। এর পাশাপাশি স্মার্টফোনটিতে MIL-STD-810H সহ মাল্টি অ্যাঙ্গেল ড্রপ এবং ইমপ্যাক্ট রেজিস্টেন্স রয়েছে।
প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হয়েছে। এই অক্টাকোর প্রসেসরে CPU এবং ARM Mali-G57 MC2 GPU রয়েছে। Oppo A5i Pro 5G স্মার্টফোনটি 8GB LPDDR4X RAM এবং 256GB UFS 2.2 ইন্টারনাল স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে। এই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। এই স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15.0.1 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Oppo A5i Pro 5G স্মার্টফোনটির ব্যাক প্যানেলে f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP মোনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে স্মার্টফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 8MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরাতে নাইট, পোট্রেট, প্রো, প্যানোরামা এবং ডুয়েল-ভিউ ভিডিও শুটিং মোড সাপোর্ট করে। একইসঙ্গে রেয়ার ক্যামেরার সাহায্যে 1080p @60fps ভিডিও রেকর্ডিং এবং ফ্রন্টে 1080p @30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার সহ প্রক্সিমিটি, অ্যাম্বিয়েন্ট লাইট এবং অ্যাক্সেলেরোমিটার সেন্সর রয়েছে।
কানেক্টিভিটির জন্য Oppo A5i Pro 5G স্মার্টফোনটিতে 5G, 4G LTE, ডুয়েল-সিম, Wi-Fi 5, Bluetooth 5.4, USB Type-C, 3.5mm হেডফোন জ্যাক এবং NFC যোগ করা হয়েছে। অন্যদিকে স্মার্টফোনটির ওজন প্রায় 194 গ্রাম এবং থিকনেস 7.99mm।
Oppo A5i Pro 5G স্মার্টফোনটি Breeze Blue এবং Midnight Purple এর মতো দুটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। গ্লোবাল বাজারে স্মার্টফোনটি 4GB+128GB এবং 8GB+256GB দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে মালয়েশিয়ার বাজারে শুধুমাত্র 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এই ভেরিয়েন্টের দাম RM 799 অর্থাৎ প্রায় 16,500 টাকা রাখা হয়েছে।
যারা 15 থেকে 20 হাজার টাকা বাজেট রেঞ্জে 5G এবং বড় ব্যাটারি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Oppo A5i Pro 5G স্মার্টফোনটি একটি দারুণ অপশন হবে। এই প্রাইস রেঞ্জে স্মার্টফোনটি বাজারে উপস্থিত Redmi Note 14 5G, Realme Narzo 80x 5G এবং Infinix Hot 50 5G স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। তাই যেসব ইউজাররা মালয়েশিয়ায় থাকেন এবং 5G স্মার্টফোন চাইছেন, সেইসব ইউজারদের জন্য Oppo A5i Pro 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে। অন্যদিকে যারা দুর্দান্ত পারফরমেন্স সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা অন্যান্য অপশন নিয়ে চিন্তা করতে পারে।











