OPPO তাদের এ সিরিজে একটি নতুন সস্তা স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। গ্লোবাল বাজারে এই ফোনটি OPPO A5i নামে পেশ করা হতে পারে। TDRA এবং TUV Rheinland সার্টিফিকেশন সাইটে ফোনটি দেখার পর ফোনটির লঞ্চ সম্পর্কে কানাঘুষো আরও জোরালো হয়ে উঠেছে। এর ফলে ফোনটির ব্যাটারি এবং চার্জিং স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির লেটেস্ট লিস্টিং এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
OPPO A5i ফোনের TDRA এবং TUV Rheinland লিস্টিং
- OPPO এর এই আপকামিং ফোনটি TDRA সার্টিফিকেশন সাইটে ‘CPH2773’ মডেল নাম্বার সহ দেখা গেছে।
- লিস্টিঙে এই ফোনের নাম OPPO A5i বলে জানানো হয়েছে।
- এই ফোনটি ‘মোবাইল ফোন’ ক্যাটাগরিতে লিস্টেড করা হয়েছে এবং এই লিস্টিং থাকবে 4 মার্চ 2028 পর্যন্ত থাকবে।
- OPPO A5i ফোনটি ‘JPTUV-161202-A1/M2’ সার্টিফিকেট নাম্বার সহ TUV Rheinland সার্টিফিকেশন পেয়েছে।
- TUV Rheinland সার্টিফিকেশন সাইটেও এই ডিভাইস ‘মোবাইল ফোন’ ক্যাটাগরিতে লিস্টেড করা হয়েছে।
- এই সাইট অনুযায়ী এই ফোনে 4970mAh ব্যাটারি (সম্ভাব্য ক্যাপাসিটি) এবং 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যাবে।
এই দুটি সার্টিফিকেশন দেখে ধারণা করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানি গত ফেব্রুয়ারি মাসে গ্লোবাল বাজারে তাদের OPPO A5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।
OPPO A5 Pro ফোনের স্পেসিফিকেশন
- 6.67″ HD+ 120Hz Display
- MediaTek Dimensity 6300
- 8GB RAM + 256GB Storage
- 50MP Rear Camera
- 8MP Selfie Camera
- 5,800mAh Battery
- 45W Flash Charge
ডিসপ্লে: OPPO A5 Pro 5G ফোনে 1604 × 720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই স্ক্রিন LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120Hz রিফ্রেশ রেট ও 1000nits পীক ব্রাইটনেস আউটপুট দিতে সক্ষম।
পারফরমেন্স: এই ফোনটি Android 15 এবং ColorOS 15 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Diemnsity 6300 অক্টাকর প্রসেসর দেওয়া হয়েছে। জানিয়ে রাখি ফোনটির চাইনিজ মডেলে Dimensity 7300 চিপ রয়েছে।
ক্যামেরা: OPPO A5 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে। প্রসঙ্গত এই ফোনের চাইনিজ মডেলে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। ফোনটির গ্লোবাল মডেল 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
স্টোরেজ: গ্লোবাল বাজারে OPPO A5 Pro 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 6GB RAM এর সঙ্গে 128GB মেমরি রয়েছে এবং টো মডেলে 8GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই দুটি মডেলই Virtual RAM সাপোর্ট করে এবং এবং মেমরি কার্ডের মাধ্যমে উভয় মডেলের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
অন্যান্য ফিচার: জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Bluetooth 5.3 এবং WiFi 5 এর পাশাপাশি NFC ফিচার রয়েছে। সিকিউরিত এবং ফোন আনলকের জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।











