Oppo অফিসিয়ালি তাদের নতুন A-সিরিজের Oppo A6 5G ফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানি জানিয়েছে আগামী 30 সেপ্টেম্বর চীনের বাজারে ফোনটি লঞ্চ করা হবে। প্রকাশ্যে আসা পোস্টারের মাধ্যমে ফোনের ডিজাইন সহ কালার ও অন্যান্য ফিচার সম্পর্কে জানা গেছে। জানিয়ে রাখি Oppo A6 Pro 5G এবং Oppo A6i 5G ফোন লঞ্চের পর, এবার Oppo A6 5G ফোনটি পেশ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A6 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া পোস্টারের মাধ্যমে Oppo A6 5G ফোনটি ব্লু, পিঙ্ক (ফ্লোরাল স্বার্ল প্যাটার্ন সহ) এবং গ্রে কালার অপশনে দেখা গেছে। আগে TENAA সার্টিফিকেশন সাইটে ফোনটি ব্লু কালার অপশনে লিস্টেড হয়েছিল। কোম্পানি জানিয়েছে ফোনটিতে 6 বছরের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। ফোনটিতে IP69 ওয়াটারপ্রুফ প্রোটেকশন এবং সুপার অ্যান্টি-ড্রপ ডায়মন্ড স্ট্রাকচার বডি দেওয়া হবে। প্রকাশ্যে আসা ফোনটির ট্যাগলাইন থেকে স্পস বোঝা যাচ্ছে এটি মজবুত এবং শক্তিশালী হতে চলেছে।
TENAA এবং 3C সার্টিফিকেশন সাইটের মাধ্যমে আপকামিং ফোনের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানা গেছে। পাওয়া তথ্য অনুযায়ী Oppo A6 5G ফোনটিতে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1080 × 2372 পিক্সেল রেজোলিউশন এবং 1.07 বিলিয়ন কালার ডেপ্থ সাপোর্ট করবে। ফোনটি 2.4GHz বেস ফ্রিকোয়েন্সির (সম্ভাব্য MediaTek Dimensity 6300) প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। ফোনটি 8GB ও 12GB RAM এবং 128GB, 256GB, ও 512GB স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে। এই স্টোরেজ মাইক্রো SD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য Oppo A6 5G ফোনটিতে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 6830mAh বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং এতে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ফোনটিতে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস রেকগনেশন ফিচার থাকতে পারে। কানেক্টিভিটির জন্য 2G থেকে 5G, ডুয়েল SIM ডুয়েল স্ট্যান্ডবাই, ব্লুটুথ এবং USB পোর্টের মতো বিভিন্ন ফিচার যোগ করা হতে পারে। একইসঙ্গে এতে গ্র্যাভিটি, ডিস্ট্যান্স এবং লাইট সেন্সর দেওয়া হতে পারে। ফোনটির ওজন 185 গ্রাম এবং থিকনেস মাত্র 8mm হবে বলে জানা গেছে।
প্রকাশ্যে আসা ফিচার ডিটেইলস দেখে মনে করা হচ্ছে Oppo A6 5G ফোনটি কম বাজেট রেঞ্জে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি বাজারে উপস্থিত Samsung Galaxy M16 5G, realme Narzo 70x 5G এবং Redmi Note 14 SE ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা কম দামে বড় ব্যাটারি, দুর্দান্ত ডিজাইন এবং প্রিমিয়াম ডিসপ্লে সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি একটি দারুণ অপশন হতে পারে। এই ফোনটিতে ব্যাটারির পাশাপাশি 80W চার্জিং এবং IP69 প্রোটেকশনের মতো ফিচারও থাকবে।
যারা চীনের ইউজার এবং আগামী কয়েক দিনের মধ্যে ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। তবে তাড়া থাকলে অন্য অপশন কেনা যেতে পারে। এই ফোনটি লঞ্চের দিন সঠিক দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে।










