লঞ্চের আগেই প্রকাশ্যে এল OPPO A60 স্মার্টফোনের স্পেসিফিকেশন, গীকবেঞ্চে হল লিস্টেড

OPPO তাদের এ সিরিজের নতুন OPPO A60 স্মার্টফোন পেশ করতে চলেছে। এই ফোনটি প্রথমে গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটি আগেও বেশকিছু স্পেসিফিকেশন সহ সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। এবার বেঞ্চমার্কিং ওয়েবসাইট গীকবেঞ্চে এই ফোনটি গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

OPPO A60 এর গীকবেঞ্চে লিস্টিং

  • OPPO নতুন স্মার্টফোনটি গীকবেঞ্চ ডেটাবেসে CPH2631 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • এই ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 413 স্কোর এবং মাল্টি-কোর টেস্টে 1,438 স্কোর পেয়েছে।
  • এই OPPO স্মার্টফোনটি বাংলা কোডনেম এবং অক্টা-কোর চিপসেট সহ পেশ করা হতে পারে।
  • এই কোডনেম থেকে কনফার্ম হয়েছে এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই ফোনটি অ্যাড্রিনো 610 GPU সহ 2.4GHz ক্লক স্পীডে কাজ করবে।
  • গীকবেঞ্চ ডেটাবেসের মাধ্যমে জানা গেছে এই ফোনে স্টোরেজের জন্য 8GB পর্যন্ত RAM দেওয়া হতে পারে।
  • এই স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং কলর ওএস 14 সহ কাজ করতে পারে।

OPPO A60 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO A60 ফোনটি এর আগে গুগল প্লে কনসোলে লিস্টিঙের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। লিস্টিঙে থাকা ফটো অনুযায়ী এই ফোনে পাঞ্চ-হোল ডিজাইন রয়েছে বলে জানা গিয়েছিল।
  • প্রসেসর: গীকবেঞ্চ এবং গুগল প্লে কনসোল অনুযায়ী প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: এই ফোন স্টোরেজের জন্য ইউজারদের 8GB পর্যন্ত RAM এবং 256 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা লেন্স সহ পেশ করা হতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি এবং 45ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here