কমে গেল Oppo A78 এর দাম, জেনে নিন এই ফোনের নতুন দাম

Highlights

  • Oppo A78 ফোনে 6.43 ইঞ্চির এমোলেড ডিসপ্লে রয়েছে।
  • এতে 8GB RAM expansion টেকনোলজি দেওয়া হয়েছে।
  • ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 প্রসেসরে রান করে।

ওপ্পো কয়েক মাস আগে তাদের A-সিরিজের অধীনে OPPO A78 স্মার্টফোন লঞ্চ করেছিল। এত দিন এই ফোনটি 17,499 টাকা দামে সেল করা হত। এবার কোম্পানি এই ফোনের দাম কমিয়ে ইউজারদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছে। যারা এই উৎসবের মরশুমে একটি সস্তা স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য এই ফোনটি একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে। এতে 16GB পর্যন্ত RAM, 50MP ক্যামেরা, 5000mAh ব্যাটারির মতো বেশ কিছু সুন্দর ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম সম্পর্কে। আরও পড়ুন: 6000mAh ব্যাটারি, 20GB পর্যন্ত RAM এবং 50MP ক্যামেরা সহ বাজারে এল এই অনার স্মার্টফোন, জেনে নিন দাম

Oppo A78 এর নতুন দাম

  • কোম্পানি তাদের Oppo A78 ফোনটি 17,499 টাকা দামে লঞ্চ করেছিল।
  • কোম্পানি এবার এই ফোনের দামে 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে।
  • অর্থাৎ এখন এই ফোনটি মাত্র 16,499 টাকার বিনিময়ে কেনা যাবে।
  • এছাড়া ব্যাঙ্ক অফার প্রয়োগ করে ফোনটির দাম আরও কমে যাবে।
  • Oppo A78 ফোনটি 8GB RAM +128 স্টোরেজ মডেলে সেল করা হয়।
  • বাজারে এই ফোনের মিস্টিক ব্ল্যাক এবং এক্কা গ্রীন কালারে বেচা হয়।

Oppo A78 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo A78 ফোনে 6.43 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এটি 2400 x 1080 পিক্সেল রেজলিউশন এবং 90 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিসপ্লে রয়েছে।
  • প্রসেসর: ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টাকোর প্রসেসরে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM expansion টেকনোলজি দেওয়া হয়েছে। এর সাহায্যে এই ফোনে 16GB পর্যন্ত RAM উপভোগ করা যাবে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Oppo A78 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
  • ব্যাটারি: এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here