7000mAh ব্যাটারি, IP69 রেটিং সহ পেশ হতে চলেছে OPPO F31 5G স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল সম্পূর্ণ স্পেসিফিকেশন

শীঘ্রই Oppo তাদের নতুন F-সিরিজ ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO F31, F31 Pro এবং F31 Pro+ তিনটি স্মার্টফোন লঞ্চ করা হতে পারে। ক্রমাগত এই স্মার্টগুলির ডিটেইলস প্রকাশ্যে এসে চলেছে। এবার টিপস্টার সুধাংশু অম্বোরের মাধ্যমে আপকামিং Oppo F31 5G স্মার্টফোনের এক্সক্লুসিভ তথ্য পাওয়া গেছে। এর মাধ্যমে স্মার্টফোনের সম্পূর্ণ ডিটেইলস জানা গেছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী স্মার্টফোনটি মিড বাজেট রেঞ্জে ইউজারদের জন্য লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo F31 5G স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

লিক অনুযায়ী Oppo F31 5G স্মার্টফোনে 6.57 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 2376 x 1080 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই স্মার্টফোনটি স্লিম এবং লাইট ওয়েট হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটির ডায়মেনশন 158.2 x 75 x 8mm এবং ওজন মাত্র 185 গ্রাম হতে পারে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটি 360° Armour Body সহ লঞ্চ করা হতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য স্মার্টফোনটিতে IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হতে পারে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে অপ্টিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।

Oppo F31 5G এর ছবি

প্রসেসিঙের জন্য আপকামিং Oppo F31 5G স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। এই প্রসেসর পাওয়ার এফিসিয়েন্সি এবং গেমিং জন্য যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে। মিড রেঞ্জে বেশ কিছু স্মার্টফোনে এই প্রসেসর দেওয়া হয়েছে। স্মার্টফোনটি Android 15 এবং ColorOS 15 সহ লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটিতে ডুয়েল সিম স্লট এবং হাইব্রিড মেমরি কার্ড স্লট যোগ করা হতে পারে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে Bluetooth 5.4 এবং USB Type-C সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Oppo F31 5G স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর এবং 2MP সেকেন্ডারি লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 16MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এই স্মার্টফোনটির বিশেষত্ব এর বড় ব্যাটারি হতে পারে। কারণ Oppo F31 5G স্মার্টফোনটিতে 7000mAh বড় ব্যাটারি দেওয়া হবে এবং এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে। ইউজাররা দীর্ঘমেয়াদি ব্যাটারি ব্যাকআপ উপভোগ করতে পারবেন।

খুব তাড়াতাড়ি ভারতের বাজারে Oppo F31 5G স্মার্টফোনটি লঞ্চ করা হতে পারে। একইসঙ্গে Pro এবং Pro+ স্মার্টফোনগুলিও পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়ালি আপকামিং স্মার্টফোনের দাম জানানো হয়নি, তবে F31 স্মার্টফোনের দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে।

এই প্রাইস রেঞ্জে বাজারে উপস্থিত Samsung Galaxy A17 5G, iQOO Z10R এবং realme P4 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হতে পারে। তাই যারা শক্তিশালী ব্যাটারি, AMOLED ডিসপ্লে, প্রিমিয়াম ডিজাইন এবং লেটেস্ট Android সহ স্মার্টফোন খুঁজছেন, তাঁরা Oppo F31 5G স্মার্টফোনটির অপেক্ষা করতে পারেন। অন্যদিকে যেসব ইউজাররা আরও শক্তিশালী পারফরমেন্স সহ স্মার্টফোন চাইছেন, সেইসব ইউজাররা অন্যান্য অপশন দেখতে পারেন। ভবিষ্যতে Oppo F31 5G স্মার্টফোনের লঞ্চ ডেট বা অন্যান্য ডিটেইলস প্রকাশ্যে আসা মাত্রই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here