দীর্ঘ অপেক্ষার পর অবশেষে OPPO ভারতের বাজারে তাদের ‘F31’ সিরিজ লঞ্চ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের অধীনে OPPO F31, F31 Pro এবং F31 Pro Plus নামের তিনটি স্মার্টফোন পেশ করা হয়েছে। এই তিনটি ফোনেই মিলিটারি গ্ৰেড সার্টিফিকেশন সহ মজবুত বডি দেওয়া হয়েছে। সিরিজের ভ্যানিলা মডেল OPPO F31 ফোনটির ডিটেইলস সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। এই পোস্টে সিরিজের প্রো মডেল F31 Pro এবং F31 Pro Plus ফোনগুলির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
OPPO F31 Pro 5G ফোনের দাম
- 8GB RAM + 128GB Storage – 26,999 টাকা
- 8GB RAM + 256GB Storage – 28,999 টাকা
- 12GB RAM + 256GB Storage – 30,999 টাকা
OPPO F31 Pro+ 5G ফোনের দাম
- 8GB RAM + 256GB Storage – 32,999 টাকা
- 12GB RAM + 256GB Storage – 34,999 টাকা
আগামী 19 সেপ্টেম্বর থেকে OPPO F31 Pro এবং OPPO F31 Pro+ ফোনের সেল শুরু হবে। সিরিজের প্রো মডেলটি Desert Gold এবং Space Grey কালার অপশনে পেশ করা হয়েছে। একইভাবে প্রো+ ফোনটি Gemstone Blue, Himalayan White এবং Festival Pink কালারে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনে 180 দিনের ফ্রি ড্যামেজ প্রোটেকশন দেওয়া হবে। এছাড়াও প্রাথমিক সেলে HDFC, Kotak এবং SBI cards ইউজারদের 10% ডিসকাউন্টও দেওয়া হবে।
OPPO F31 Pro+ 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 7 Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.8GHz থেকে 2.63GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টিঙে এই ফোনটি 10,77,869 AnTuTu score পেয়েছে। অন্যদিকে OPPO F31 Pro 5G ফোনে Dimensity 7300 Energy চিপসেট যোগ করা হয়েছে।
OPPO F31 Pro এবং F31 Pro+, দুটি ফোনেই হেভি গেমিঙের সময় হীট থেকে বাঁচানো এবং ফোন ঠান্ডা রাখার জন্য 5219mm² SuperCool VC সিস্টেম রয়েছে। স্মুথ গেমিং এক্সপেরিয়েন্সের জন্য ফোনগুলিতে Dual-Engine Fluency সিস্টেমও দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোনদুটিতে 72 মাস পর্যন্ত ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যাবে।
এই সিরিজের সবচেয়ে বড় বিশেষত্ব হল সিরিজের ফোনগুলির 7,000mAh ব্যাটারি। এই প্রথম কোম্পানি তাদের ‘এফ’ সিরিজের ফোনে এত বড় ব্যাটারি যোগ করেছে। এর আগে OPPO F29 Pro ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। কোম্পানির লেটেস্ট স্মার্টফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 80W SUPERVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। এছাড়াও OPPO F31 Pro এবং F31 Pro+ ফোনদুটিতে রিভার্স চার্জিং এবং বাইপাস চার্জিং টেকনোলজিও দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO F31 Pro এবং F31 Pro+ 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর এবং 2MP মোনোক্রোম লেন্স রয়েছে। ফোনটির রেয়ার ক্যামেরা 10x zoom সাপোর্ট করে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OPPO F31 Pro ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5-ইঞ্চির ডিসপ্লে এবং OPPO F31 Pro+ ফোনে 2800 × 1280 পিক্সেল রেজোলিউশন সহ 6.8-ইঞ্চির স্ক্রিন যোগ করা হয়েছে। উভয় ফোনের ফুল এইচডি+ স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। Pro ফোনের স্ক্রিন 1400nits এবং Pro+ ফোনটির স্ক্রিন 1600nits ব্রাইটনেস দিতে সক্ষম। উভয় স্মার্টফোনে ফ্ল্যাট AMOLED ডিসপ্লে রয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলিতে আরও বেশি ব্রাইটনেস দেওয়া হলে ভালো হতো।
OPPO F31 Pro এবং F31 Pro+ 5G ফোনগুলি জল ও ধূলো থেকে সুরক্ষার পাশাপাশি অত্যন্ত গরম এবং ঠান্ডার হাত থেকেও সুরক্ষিত থাকবে। এই দুটি স্মার্টফোন 360° Armour Body দিয়ে তৈরি এবং এতে MIL-STD-810H-2022 সার্টিফিকেশন রয়েছে। এছাড়াও দুটি ফোনে IP69+IP68+IP66 রেটিং রয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে শুধুমাত্র জল নয়, বরং বিভিন্ন ধরনের 18 রকম তরল পদার্থ থেকে সুরক্ষিত থাকবে।
OPPO F31 Pro ফোনটিকে বাজারে উপস্থিত realme 15 ও Vivo T4 Pro ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। এর মধ্যে রিয়েলমি ফোনটিতে 7,000mAh এবং ভিভো ফোনটিতে 6,500mAh ব্যাটারি রয়েছে। অন্যদিকে Vivo T4 Pro ফোনটিতে OPPO F31 Pro+ ফোনের চেয়ে অ্যাডভান্স Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হয়েছে। একইভাবে সুন্দর ডিসপ্লে প্রেমীদের জন্য Realme 13 ফোনে 144Hz রিফ্রেশ রেটযুক্ত Curved AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে।
OPPO F31 Pro+ ফোনটির প্রাথমিক দাম 32,999 টাকা। এর চেয়ে 1 হাজার টাকা সস্তায় বাজারে রয়েছে Realme 15 Pro, OnePlus Nord 5 এবং POCO F7 স্মার্টফোন। এই তিনটি ফোনে যথাক্রমে 7000mAh, 6800mAh এবং 7550mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া OnePlus Nord 5 ফোনে Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং POCO F7 ফোনে Snapdragon 8s Gen 4 চিপসেট যোগ করা হয়েছে।











