চাপে পড়বে Samsung! OPPO বাজারে নিয়ে এল ডায়েরির মতো ভাঁজ হওয়া নতুন স্মার্টফোন OPPO Find N2

চিনের টেক কোম্পানি OPPO চিনে তাদের OPPO Inno Day 2022 চলাকালীন OPPO Find N2 এবং Find N2 Flip Phone অফিসিয়ালি পেশ করে দিয়েছে। জানিয়ে রাখি কোম্পানি এই নতুন ফোল্ডেবল স্মার্টফোনদুটি তাদের Find N সিরিজের অধীনে লঞ্চ করেছে। এই ফোনদুটির ডিজাইন দেখে জে কোনও মানুষের Samsung Galaxy Z Fold 4 এবং Samsung Galaxy Z Flip 4 ফোনের কথা মনে পড়তে বাধ্য। এই পোস্টে OPPO Find N2 ফোনটির দাম, সেল এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S23 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

OPPO Find N2 এর স্পেসিফিকেশন

  • 5.4-ইঞ্চির 120Hz এমোলেড আউটার ডিসপ্লে
  • 7.1-ইঞ্চির FHD 120Hz এমোলেড ইনার ডিসপ্লে
  • Snapdragon 8+ Gen 1 প্রসেসর
  • 50MP + 48MP + 32MP ট্রিপল রেয়ার ক্যামেরা
  • 32MP সেলফি ক্যামেরা
  • 4,4520mAh ব্যাটারি (67W Super VOOC ফাস্ট চার্জিং)

OPPO Find N2 এর দাম

কোম্পানির পক্ষ থেকে OPPO Find N2 ফোনটির 12GB/256GB ভেরিয়েন্ট RMB 7,999 (প্রায় 95,000 টাকা) এবং 16GB/512GB ভেরিয়েন্ট RMB 8,999 (প্রায় 1,06,900 টাকা) দামে পেশ করা হয়েছে। মার্কেটে এই ফোনটি Black, Green এবং White তিনটি কালার অপশনে সেল করা হবে।

OPPO Find N2 এর ফিচার এবং স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: নতুন OPPO Find N2 ফোনটিতে কোম্পানি দুটি ডিসপ্লে যোগ করেছে। ফোনটির বাইরের দিকে 120Hz রিফ্রেশরেট যুক্ত, 2,120 x 1,080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড এবং গোরিলা গ্লাস ভিক্টাস দিয়ে প্রোটেক্টেড 5.54-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এছাড়া ফোনটির ভেতরের দিকে 120Hz ভেরিয়েবল রিফ্রেশরেট এবং 1,920 x 1,792 পিক্সেল রেজলিউশন যুক্ত 7.1-ইঞ্চির LTPO AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। আরও পড়ুন: চাইনিজ স্মার্টফোন কিনতে না চাইলে এগুলো আপনার জন্য সেরা নন-চাইনিজ মোবাইল ফোন, শক্তিশালী প্রসেসরের সাথে পাবেন দারুণ ফিচার 
  • প্রসেসর, RAM ও স্টোরেজ: শক্তিশালী পারফরমেন্সের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Plus Gen1 প্রসেসর দেওয়া হয়েছে এবং গ্রাফিক্সের জন্য এতে Adreno GPU রয়েছে। এছাড়া এই ফোনে 12GB/16GB RAM এবং 256GB/512GB UFS 3.1 storage যোগ করা হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Find N2 এর ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED flash এর সঙ্গে OIS সাপোর্টেড এবং f/1.8 অ্যাপার্চার যুক্ত 50MP Sony IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং f/2.46 অ্যাপার্চার যুক্ত 13MP 2x টেলিফটো লেন্স রয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটির ইন্টারনাল ডিসপ্লেতে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। আরও পড়ুন: কিলার লুক এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সহ লঞ্চ হল OPPO Find N2 Flip ফোন, আছে16GB RAM এবং 32MP সেলফি ক্যামেরা
  • ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম: এই ফোনে 67 ওয়াট Super VOOC ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,4520mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ফোনটি কালার ওএস কাস্টম স্কিনের সঙ্গে Android 13 অপারেটিং সিস্টেমে কাজ করে। এছাড়া কানেক্টিভিটি ফিচার হিসাবে এই ফোনে 5G, Wi-Fi, Bluetooth, GPS এবং USB Type-C port রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here