লিক হল Oppo Find X7 এবং Find X7 Pro এর ফাস্ট চার্জিং ডিটেইলস, 3সি সাইটে লিস্টেড হল এই ফোন

ওপ্পোর ফ্ল্যাগশিপ সিরিজ Find X7 এর দুটি ফোন 3সি সার্টফিকেশন সাইটে দেখা গেছে। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি বাজারে Oppo Find X7 এবং Oppo Find X7 Pro নামের ফোন পেশ করা হবে। 2024 সালের প্রথম দিকে এই ফোন চীনে লঞ্চ করা হতে পারে। এরপর অন্যান্য বাজারে এই ফোন পেশ করা হবে। 3সি সাইটে এই ফোনের ফাস্ট চার্জিং ডিটেইলস এবং মডেল নাম্বার শেয়ার করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কে।

Oppo Find X7 সিরিজ 3C লিস্টিং

  • নিচে লিস্টিঙের ছবিতে দেখা যাচ্ছে, ফোনদুটি PHZ110 এবং PHY110 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
  • এর মধ্যে PHZ110 মডেল নাম্বার Oppo Find X7 ফোনের এবং PHY110 ভেরিয়েন্ট Oppo Find X7 Pro ফোনের হতে পারে।
  • লিস্টিং অনুযায়ী এই ফোনে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • এই ওয়েবসাইট থেকে ফোনের অন্য কোনো স্পেসিফিকেশন সম্পর্কে জানা যায়নি।
  • এই ফোনে 100W ফাস্ট চার্জিঙের পাশাপাশি 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং টেকনোলজি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

Oppo Find X7 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Oppo Find X7 সিরিজের Find X7 Pro ফোনে 2K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.82-ইঞ্চির কোয়াড কার্ভড OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Find X7 ফোনটিতে 1.5K OLED স্ক্রিন থাকতে পারে। এই স্ক্রিন আলট্রা থিন অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হতে পারে।
  • প্রসেসর: Find X7 ফোনে Dimensity 9300 প্রসেসর এবং প্রো মডেলে স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট দেওয়া হতে পারে।
  • স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য উভয় ফোনে 16জিবি পর্যন্ত LPDDR5 RAM + 1টিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ থাকতে পারে।
  • ক্যামেরা: Find X7 Pro ফোনে হ্যাসেলব্লেড কোয়াড ক্যামেরা দেওয়া হতে পারে। এতে ডুয়েল কনভার্সন গেন (DCG) ফিচারযুক্ত 50MP Sony LYT900 লেন্স যোগ করা হতে পারে। এর সঙ্গে এই সেটআপে 2.7x অপটিক্যাল জুম ও 1/1.56 ইঞ্চির 50MP Sony IMX890 পেরিস্কোপ টেলিফটো লেন্স, 6x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Sony IMX858 দ্বিতীয় পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং 50MP আলট্রা ওয়াইড আনেল লেন্স থাকতে পারে। অন্যদিকে সিরিজের ভ্যানিলা মডেলের ক্যামেরা ডিটেইলস এখনও পর্যন্ত জানা যায়নি।
  • ওএস: উভয় ফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ কালার ওএস 14 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here