শীঘ্রই Oppo তাদের Find X9 সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই সিরিজের অধীনে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত অফিসিয়ালি আপকামিং সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে ব্র্যান্ড হেড Zhou Yibao আসন্ন Find X9 সিরিজ সম্পর্কে নতুন তথ্য শেয়ার করেছে। তিনি জানিয়েছেন আপকামিং ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলি ডিজাইন এবং ডিসপ্লেয়ের দিক দিয়ে এখনও পর্যন্ত ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দর স্মার্টফোন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 স্মার্টফোনের লিক ডিটেইলস সম্পর্কে।
ব্র্যান্ড হেড তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে বেশ কিছু ইমেজ শেয়ার করেছেন। পোস্টের মাধ্যমে জানানো হয়ছে আপকামিং Find X9 স্মার্টফোনটি আগের Find X8 এবং Find X8s মডেলের থেকেও আপগ্রেডেড হতে চলেছে। আগের মডেলের অত্যন্ত কম বেজাল দেওয়া হয়েছিল, ফলে এটি iPhone 16 Pro Max স্মার্টফোনটি প্রতিযোগী হয়ে উঠেছিল। এবারের Find X9 স্মার্টফোনটির চারদিকে সমানভাবে অত্যন্ত পাতলা বেজাল থাকতে পারে, এটি ইন্ডাস্ট্রির সবচেয়ে পাতলা ফিজিক্যাল বেজাল হয়ে উঠতে পারে।
জানিয়ে রাখি ওপ্পো তাদের আগের প্রতিটি সিরিজ আপগ্রেড সহ লঞ্চ করেছে। কোম্পানি Find X8 থেকে শুরু করে X8s এবং এবার Find X9 ফোনে তাদের সেল্ফ-ডেভেলপড ডিসপ্লে প্রোডাকশন লাইনে কোটি কোটি টাকা বিনিয়োগ করে অসাধারণ ডিজাইন দেওয়ার কথা জানিয়েছে। Zhou Yibao এর বক্তব্য অনুযায়ী আসন্ন স্মার্টফোনে গোল্ডেন R-corner ডিজাইন, পর্যাপ্ত ডায়মেনসহ এবং বেজাল স্লিমনেস দেওয়া হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে এটি এখনও পর্যন্ত ব্র্যান্ডের সবচেয়ে স্ট্রং স্ট্যান্ডার্ড এডিশন হতে পারে।
লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Oppo Find X9 স্মার্টফোনে 6.59 ইঞ্চির LTPO OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য এতে TSMC এর 3nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 9500 প্রসেসর থাকতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 7000mAh বড় ব্যাটারি সহ 80W ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
ফটোগ্রাফির জন্য Oppo Find X9 স্মার্টফোনটিতে 50MP Sony LYT-808 প্রাইমারি ক্যামেরা, অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) দেওয়া হতে পারে। একইসঙ্গে এতে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 50MP Samsung JN5 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 50MP Samsung JN9 পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। একইভাবে সেলফির জন্য 50MP Samsung JN1 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ব্র্যান্ডের পক্ষ থেকে Danxia কালার রিপ্রোডাকশন সিস্টেমকে আপগ্রেড করে ছবিতে আরও ন্যাচারাল ও প্রিসাইস কালার আউটপুট দিতে সক্ষম এমন ফিচার যোগ করা হতে পারে।
Oppo Find X9 সিরিজ বর্তমানে বাজারে উপস্থিত iPhone 16 Pro, Samsung Galaxy S25 সিরিজ এবং Xiaomi 15 Pro স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় সম্মখিন হতে পারে। আপকামিং স্মার্টফোনটি বেজাল, চিপসেট এবং শক্তিশালী ক্যামেরা সেটআপের জন্য উপস্থিত স্মার্টফোনগুলিকে পিছনে ফেলে দিতে পারে। যারা দুর্দান্ত ডিজাইন এবং অসাধারণ ডিসপ্লেয়ের পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্স সহ স্মার্টফোন পছন্দ করেন, তাদের জন্য Find X9 স্মার্টফোনটি একটি ভালো অপশন হবে।
প্রকাশ্যে আসা সম্ভাব্য ফিচার, ডিজাইন এবং পারফরমেন্সের জন্য Oppo Find X9 স্মার্টফোনটি প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করা হবেবলে মনে করা হচ্ছে। যারা এমনি একটি স্মার্টফোন খুঁজছেন, তাঁরা এই স্মার্টফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। এই বিষয়ে নতুন আপডেট এলেই আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











