ভারতে লঞ্চ হতে চলেছে OPPO Find X9 সিরিজ। প্রথমে চীন এবং পরে গ্লোবাল বাজারে লঞ্চের পর এবার ভারতে পেশ হবে অসাধারণ ক্যামেরা সহ OPPO Find X9 এবং OPPO Find X9 Pro স্মার্টফোন। OPPO Find X9 সিরিজের ফোনগুলিতে LUMO Image Engine যোগ করা হয়েছে, এটিকে কোম্পানি এখনও পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স মোবাইল ইমেজিং টেকনোলজি বলে জানিয়েছে। ইউজাররা তাদের ফোনের মাধ্যমে ভারতে OPPO Find X9 সিরিজের লঞ্চ লাইভ দেখতে পারবেন।
আগামীকাল অর্থাৎ 18 নভেম্বর ভারতে OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনদুটি পেশ করা হবে। 18 নভেম্বর দুপুর 12টার সময় এই সিরিজের লঞ্চ ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই ফোনগুলির দাম, সেল ডেট এবং অফার সম্পর্কে ঘোষণা করা হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ব্র্যান্ডের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ইভেন্ট লাইভ দেখা যাবে। নিচে দেওয়া ইউটিউব ভিডিওতে OPPO Find X9 এবং Find X9 Pro ফোনের ইভেন্ট লাইভ স্ট্রিম করা হবে।
OPPO Find X9 সিরিজের লঞ্চ লাইভ স্ট্রিমিং:
ফটোগ্রাফির জন্য OPPO Find X9 সিরিজের ক্যামেরা সেগমেন্টে কোম্পানির ইন-হাউস ডেভেলপ করা ইমেজিং প্ল্যাটফর্ম LUMO যোগ করা হয়েছে। এই টেকনোলজি অপটিক্স, কালার সায়েন্স, সেন্সর কন্ট্রোল এবং কম্পিটেশনাল প্রসেসিঙের মতো বিভিন্ন দিকগুলি যুক্ত করে। এই ক্যামেরা সিস্টেম ছবির আর্টিফিশিয়াল এফেক্ট বা ওভার-শার্প টোন কমিয়ে সেগুলি আরও ন্যাচারাল করে তোলে। কোম্পানির বক্তব্য অনুযায়ী LUMO ইমেজ ইঞ্জিন ফোনের ফটোগ্রাফিতে “হিউম্যান আই” -এর মতো পারফেকশন দিতে সক্ষম।
OPPO Find X9 এবং X9 Pro ফোনগুলি ভারতের প্রথম MediaTek Dimensity 9500 প্রসেসর সহ স্মার্টফোন হতে চলেছে। হেভি প্রসেসিঙের জন্য এতে ডেডিকেটেড Trinity Engine যোগ করা হয়েছে। মোবাইল গেমিঙের সময় ফোন ঠান্ডা রাখার জন্য এতে 36,344.4mm² হীট ডিসিপেশন এরিয়া দেওয়া হয়েছে। উভয় ফোনে LPDDR5X RAM + UFS4.1 Storage টেকনোলজি রয়েছে।
OPPO Find X9 Pro ফোনে 6.78-ইঞ্চির 2K AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 3600nits পীক ব্রাইটনেস, 3D Ultrasonic ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus 2 দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 7,500mAh Silicon-Carbon Battery রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80W SUPERVOOC ওয়্যার্ড, 50W AIRVOOC ওয়্যারলেস এবং 10W Reverse চার্জিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Find X9 Pro ফোনে 200MP টেলিফটো পেরিস্কোপ লেন্স দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে f/1.5 অ্যাপার্চারযুক্ত 50MP Sony LYT828 OIS সেন্সর, 50MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স এবং একটি True Color সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ফোনে IP66 + IP68 + IP69 রেটিং দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে NFC, Wi-Fi 7, Bluetooth 6.0 এবং USB 3.2 Gen 1 রয়েছে।
OPPO Find X9 ফোনে 6.59-ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট দিতে সক্ষম। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68/IP69 রেটিং যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80W ফাস্ট ওয়্যার্ড এবং 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 7025mAh ব্যাটারি রয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Find X9 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে 50MP Sony LYT808 OIS প্রাইমারি সেন্সরের সঙ্গে 50MP Samsung JN5 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP LYT600 পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। এই সেটআপে Hasselblad XPAN মোড এবং 4K Ultra HD লাইভ ফটো সাপোর্ট রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP Sony IMX615 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।











