আগামী মাসে Oppo তাদের ফ্ল্যাগশিপ Oppo Find X9 সিরিজ চীনের বাজারে লঞ্চ করতে চলেছে। এরপর অক্টোবর মাসের শেষের দিকে গ্লোবাল বাজার এবং ভারতে পেশ করা হতে পারে। একইসঙ্গে কোম্পানির পক্ষ থেকে Find X9 সিরিজের ক্যামেরা ফিচার টিজ করা হয়েছে। তাই আগের সিরিজের থেকে আরও ভালো আপগ্রেড পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo Find X9 সিরিজের ডিটেইলস সম্পর্কে।
কোম্পানির পক্ষ থেকে Oppo Find X9 Pro ফোনে ইন্ডাস্ট্রির প্রথম ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যাবহার করা হবে। এই লেন্সে হার্ডওয়্যার লেভেলে Dynamic Triple এক্সপোজার সাপোর্ট করতে পারে। এছাড়া ফোনটিতে 200MP Ultra-Clear Telephoto Lens থাকবে। এটি অ্যাক্টিভ ক্য্যালিব্রেশন সিস্টেম সহ লঞ্চ করা হবে। আরও ভালো ক্যামেরা পারফরমেন্সের জন্য ব্র্যান্ডের LUMO সুপার পিক্সেল ইঞ্জিন অ্যালগরিদাম দেওয়া হবে।
উপরক্ত ক্যামেরার মাধ্যমে ইউজাররা ফোকাল লেন্থে ফটো, লাইভ ফটো এবং দারুণ ভিডিও ক্ল্যারিটি উপভোগ করতে পারবেন। ফোনটিতে 4K Live Photo এবং 4K 120fps ডলবি ভিশন ভিডিও রেকর্ডিং সাপোর্ট করবে। এই সিরিজে কোম্পানির পক্ষ থেকে নতুন আলট্রা-ক্লাস ডেনকসিয়া কালার রিপ্রোডাকশন লেন্স যোগ করা হয়েছে, এর ফলে আকাশের নীল রং, স্কিনের ন্যাচারাল সফ্টনেস এবং সূর্যাস্তের নরম রোদ আরও বেশি বাস্তবিক দেখাবে।
কোম্পানির পক্ষ থেকে Oppo Find X9 সিরিজের Hasselblad Image Quality King নাম দেওয়া হয়েছে। এই সিরিজে Hasselblad এর মাস্টার মোড আপগ্রেড থাকবে। নতুনভাবে XPAN মোডটিকে Ultra Light এবং Shadow ফিচারের সঙ্গে ফেরত নিয়ে আসতে চলেছে। এর পাশাপাশি সিরিজের সঙ্গে একটি Hasselblad Professional Photography Kit দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত Oppo তাদের Find X9 সিরিজের লঞ্চ ডেট জানায়নি, তবে আগামী অক্টোবর মাসে এই সিরিজ চীনে লঞ্চ করা হবে বলে কনফার্ম জানানো হয়েছে। এই সিরিজে Oppo Find X9 এবং Oppo Find X9 Pro ফোনগুলি পেশ করা হতে পারে। অন্যদিকে রিপোর্ট অনুযায়ী ব্র্যান্ড Find X9 Plus এবং Find X9 Ultra ফোনও লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এটি 2026 সালে চীনে লঞ্চ করা হতে পারে।
Oppo Find X9 সিরিজ আপকামিং Samsung Galaxy S26 সিরিজ এবং Vivo X300 সিরিজ ও লেটেস্ট iPhone 17 সিরিজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা ফোনেই DSLR এর মতো ক্যামেরা পছন্দ করেন এবং শক্তিশালী পারফরমেন্স চাইছেন, তাদের জন্য এই সিরিজের ফোনগুলি ভালো অপশন হতে পারে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে যারা অসাধারণ ক্যামেরা সেটআপ সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Oppo Find X9 সিরিজ দারুণ অপশন হবে। তবে সঠিক দাম এবং স্পেসিফিকেশন প্রকাশ্যে আসার পরই বোঝা যাবে এই সিরিজ কতটা আপগ্রেডেড। যেসব ইউজাররা ক্যামেরা সেন্ট্রিক ফ্ল্যাগশিপ ফোন চাইছেন, তাঁরা আপকামিং সিরিজের অপেক্ষা করতে পারেন। অফিসিয়াল লঞ্চ ডেট ঘোষণা হলেই, আমরা এই বিষয়ে পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।










