OPPO তাদের Find X9 Series সম্পর্কে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 18 নভেম্বর ভারতে Find X9 সিরিজ লঞ্চ করা হবে। জানিয়ে রাখি এর আগেই এই সিরিজের ভ্যানিলা এবং প্রো মডেল চীন এবং গ্লোবাল বাজারে পেশ করা হয়ে গেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে লঞ্চের পাশাপাশি তাদের নতুন LUMO Image Engine সম্পর্কেও জানিয়েছে। এটি এখনও পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স ইমেজিং টেকনোলোজি হবে বলে জানানো হয়েছে। এই ফিচার ফটোগ্রাফি কোয়ালিটি আরও ভালো করতে সাহায্য করবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Find X9 এবং OPPO Find X9 Pro ফোনের ডিটেইলস সম্পর্কে।
কোম্পানি অফিসিয়ালি জানিয়েছে আগামী 18 নভেম্বর OPPO Find X9 Series ভরতে লঞ্চ করা হবে। একইসঙ্গে এই সিরিজের মাধ্যমে এখনও পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স ফটোগ্রাফি ফিচার উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী LUMO ইমেজ ইঞ্জিন ফোনের ফটোগ্রাফি “মানুষের দৃষ্টির মতো পরিস্কার” করে তুলবে। এর ফলে প্রতিটি ছবি রিয়েল এবং আকর্ষণীয় হয়ে উঠবে।
LUMO হল OPPO এর ইন-হাউস ডেভেলপ করা ইমেজিং প্ল্যাটফর্ম, যা অপটিক্স, কালার সাইন্স, সেন্সর কন্ট্রোল এবং কমিউটেশনাল প্রসেসিঙের মতো বিভিন্ন বিষয়গুলি এক সঙ্গে যুক্ত করে। এই ক্যামেরা সিস্টেম ছবির আর্টিফিশিয়াল এফেক্ট এবং ওভার-শার্প টোন দূর করে। এর ফলে একদম ন্যাচারাল আউটপুট পাওয়া যায়। “রিয়েলিস্টিক লাইট, সঠিক কালার, ডেপ্থ ও টোনাল ব্যালেন্স” ঠিক করা এর প্রধান কাজ।
LUMO সিস্টেম ছবির সঠিক স্কিম টোন ও কালার রিপ্রোডাকশন, স্মুথ টোন ট্রানজিশন, ন্যাচারাল ডেপ্থ এবং ব্যাকগ্ৰাউন্ড থেকে সঠিক সেপারেশন ও আর্টিফিশিয়াল ব্লার ছাড়া সঠিক বোকেহ এফেক্টের মতো চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কাজ করে।
OPPO Find X9 Series এ নতুন LUMO সিস্টেম MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হবে। এই প্রসেসর Imagiq NPU এবং ISP ক্যামেরা কালার, ডেপথ এবং মোশানকে রিয়েলিস্টিক করে তুলতে সাহায্য করে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Find X9 সিরিজে দীর্ঘক্ষণ পর্যন্ত 4K ভিডিও শুটিং এবং হাই-লোড ফটোগ্রাফি উপভোগ কর যায়।
চীনের OPPO Find X9 মডেলে 6.59 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। অন্যদিকে প্রো মডেলে 6.78 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। উভয় ফোনেই 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনদুটিতে MediaTek Dimensity 9500 প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনগুলি 16GB RAM এবং 1TB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য সিরিজের ভ্যানিলা মডেলে 50MP Sony LYT-828 প্রাইমারি সেন্সর এবং 50MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। অন্যদিকে প্রো মডেলে 200MP পেরিস্কোপ টেলিফটো সেন্সর দেওয়া হয়েছে। অন্যদিকে ভ্যানিলা মডেলে 50MP টেলিফটো সেন্সর যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য OPPO Find X9 মডেলে 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। প্রো ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। OPPO Find X9 Pro ফোনটিতে 7,500mAh ব্যাটারি এবং ভ্যানিলা মডেলে 7,025mAh ব্যাটারি যোগ করা হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP66 + IP68 + IP69 রেটিং রয়েছে।
Oppo Find X9 সিরিজ ভারতে লঞ্চের পর Samsung Galaxy S24 Ultra, iPhone 17 সিরিজ, Xiaomi 17 সিরিজ এবং Vivo X300 সিরিজের প্রিমিয়াম ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা ফটোগ্রাফির ভালবাসেন এবং শক্তিশালী পারফরমেন্স উপভোগ করতে চাইছেন, তাঁরা এই ফোনটির অপেক্ষা করতে পারেন। লঞ্চের দিন আমরা এই সিরিজের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।











