লঞ্চের আগেই কনফার্ম হল Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনের কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন

Oppo ইতিমধ্যেই তাদের K13 Turbo সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছে। এই সিরিজের অধীনে আগামী 21 জুলাই চীনে Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। লঞ্চের এখনও কিছু দিন বাকি থাকলেও, ব্র্যান্ডের পক্ষ থেকে Oppo Shop এবং অন্যান্য রিটেইল স্টোরের মাধ্যমে এই দুটি মডেল প্রি-অর্ডারের জন্য লিস্টেড করা হয়েছে। লিস্টিঙের মাধ্যমে ফোনগুলির ডিজাইন, কালার অপশন এবং স্টোরেজ ভেরিয়েন্ট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার প্রকাশ্যে এসেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই বিষয়ে।

Oppo K13 Turbo ও K13 Turbo Pro ফোনের ডিজাইন ও কালার

লিস্টিং অনুযায়ী, Oppo K13 Turbo ফোনটি ব্ল্যাক, হোয়াইট ও পার্পল কালার অপশনে পেশ করা হবে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটি সিলভার, ব্ল্যাক ও পার্পল কালারে সেল করা হবে। ডিজাইনের দিক থেকে ফোনদুটির লুক অনেকটা একই রকম হবে। উভয় ফোনের ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ক্যামেরা কাটআউটে RGB লাইটও দেওয়া হতে পারে। ক্যামেরা মডিউলের পাশেই আলাদাভাবে LED ফ্ল্যাশ থাকবে। এই ক্যামেরা সেটআপের সোজাসুজি নিচের দিকে কোম্পানির লোগো দেওয়া হবে। ফোনটির ডানদিকের প্যানেলে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে পাঞ্চ হোল ডিজাইন থাকছে।

Oppo K13 Turbo ও Oppo K13 Turbo Pro ফোনের প্রসেসর ও ভেরিয়েন্ট

কোম্পানি জানিয়ে দিয়েছে Oppo K13 Turbo ফোনে MediaTek Dimensity 8450 চিপসেট থাকবে। অন্যদিকে Oppo K13 Turbo Pro ফোনটিতে Snapdragon 8s Gen 4 প্রসেসর যোগ করা হবে। এই দুটি স্মার্টফোন 12GB + 256GB, 16GB + 256GB এবং 12GB + 512GB স্টোরেজ ভেরিয়েন্টে সেল করা হবে। এছাড়া সিরিজের Pro মডেলের একটি আলাদা 16GB + 512GB মডেলও পেশ করা হবে বলে জানা গেছে।

কুলিং কিট

Oppo তাদের Oppo K13 Turbo সিরিজের জন্য একটি বিশেষ Super Cooling Combo Kit তৈরি করেছে। এতে Micro-pump liquid cooling magnetic case, যা একটি লিকুইড লুপের মাধ্যমে প্যাসিভ পদ্ধতিতে হীট ম্যানেজ করতে সক্ষম। এবং 27W IceWing magnetic air-cooled fan থাকবে, যা ম্যাগনেটিক অ্যাটাচমেন্টের মাধ্যমে ফোনে ঠাণ্ডা হাওয়া ব্লো করে। এই লিকুইড ও এয়ার কুলিং টেকনোলজির দৌলতে হেভি গেমিং ও হাই পারফরমেন্স ব্যাবহারের সময়ও ফোনটি ঠাণ্ডা রাখতে সাহায্য করবে।

Oppo K13 Turbo সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে

Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 6.8-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। এই স্ক্রিন 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ক্যামেরা

রিপোর্ট অনুযায়ী, Oppo K13 Turbo এবং Oppo K13 Turbo Pro ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP + 2MP ক্যামেরা সেন্সর থাকতে পারে।

ব্যাটারি

এই দুটি আপকামিং ফোনেই 7,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here