গুগল প্লে কনসোলে লিস্টেড হল Oppo K13x 5G, প্রকাশ্যে এল একাধিক গুরুত্বপূর্ণ তথ্য

Oppo তাদের K-সিরিজের অধীনে একটি নতুন 5G স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আপকামিং ফোনটি Oppo K13x 5G নামে লঞ্চ করা হতে পারে। সম্প্রতি গুগল প্লে কনসোলে ফোনটি লিস্টেড হয়েছে। এর মাধ্যমে ফোনের ডিসপ্লে, চিপসেট, RAM এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে জানা গেছে। আপকামিং ফোনটি সম্প্রতি গ্লোবাল বাজারে লঞ্চ হওয়া Oppo A5 5G ফোনের রিব্র্যান্ড হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo K13x 5G ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Oppo K13x 5G এর গুগল প্লে কনসোল লিস্টিং

  • Google Play Console লিস্টিং অনুযায়ী Oppo K13x 5G ফোনটিতে HD+ (720 x 1604 পিক্সেল) রেজোলিউশন ডিসপ্লে থাকতে পারে।
  • ফোনটিতে MediaTek এর MT6835 চিপসেট দেওয়া হতে পারে। এটি Dimensity 6300 প্রসেসর হবে বলে আশা করা হচ্ছে।
  • এছাড়া ফোনটি Android 15 সহ লঞ্চ করা হবে এবং এতে 4GB RAM থাকবে বলে জানা গেছে।
  • এই ফোনটি ভারতে BIS (Bureau of Indian Standards) সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। তাই শীঘ্রই ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • আপকামিং ফোনটি Oppo K12x 5G ফোনের সাক্সেসার হবে বলে মনে করা হচ্ছে। এটি 2024 সালের জুলাই মাসে লঞ্চ করা হয়েছিল।

Oppo K13x ফোনটি কি Oppo A5 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন?

Google Play Supported Devices লিস্টিঙে Oppo K13x 5G ফোনটি CPH2753 মডেল নাম্বার সহ দেখা গেছে। অন্যদিকে Google Play Console লিস্টিঙে CPH2735 মডেল নাম্বার সহ স্পট হয়েছে। এটি Oppo A5 5G গ্লোবাল ভার্সনের মতো দেখাচ্ছে। এছাড়া ফোন দুটি OP5EF7L1 কোডনেম সহ লিস্টেড হয়েছে। তাই আপকামিং Oppo K13x 5G ফোনটি এ-সিরিজের Oppo A5 5G ফোনের রিব্র্যান্ড ভার্সন হতে পারে।

Oppo K13x 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: লিক অনুযায়ী ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.67 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে থাকতে পারে। এই স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন দেওয়া হতে পারে।
  • প্রসেসর: এই ফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হতে পারে। এর ফলে বাজেট সেগমেন্টে দুর্দান্ত পারফরমেন্স পাওয়া যাবে।
  • স্টোরেজ: ফোনটিতে 4GB থেকে 8GB পর্যন্ত LPDDR5x RAM ও 128GB/256GB UFS 2.2 স্টোরেজ থাকতে পারে।
  • ব্যাটারি: ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ একটি ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইসঙ্গে সেলফির জন্য ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
  • অন্যান্য: ফোনটিকে MIL-STD-810H মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি এবং ধুলো এবং জল থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং সহ বাজারে লঞ্চ করা হতে।

Oppo K13x 5G এর ভারতীয় লঞ্চ এবং সম্ভাব্য দাম

ভারতে Oppo K12x 5G ফোনটি 12,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই Oppo K13x 5G ফোনটির দাম 13,000 টাকার কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে। 2025 সালের জুন বা জুলাই মাসে ফোনটি ভারতীয় বাজারে পেশ করা হতে পারে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here