15000 টাকা চেয়ে কম দামে মিলিটারি গ্রেড রেটিং সহ লঞ্চ হতে চলেছে OPPO K13x 5G, কনফার্ম হল লঞ্চ ডেট

ওপ্পো তাদের আপকামিং কে-সিরিজের স্মার্টফোনের লঞ্চ ডেট ঘোষণা করেছে। 23 জুন ভারতের বাজারে OPPO K13x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে। বিশেষত্ব হল স্মার্টফোনটি 15,000 টাকার চেয়ে কম দামে পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে মিলিটারি গ্রেড রেটিং, 6000mAh ব্যাটারি, 45 ওয়াট ফাস্ট চার্জিং ও মিডিয়াটেক Dimensity প্রসেসর দেওয়া হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO K13x 5G স্মার্টফোনের লঞ্চ ডেট ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে।

OPPO K13x 5G এর লঞ্চ ডেট

  • ওপ্পো পক্ষ থেকে অফিসিয়ালি 2025 সালের 23 জুন OPPO K13x 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
  • নিচে দেওয়া টিজার ইমেজ অনুযায়ী দুপুর 12 টা সময়ে আপকামিং স্মার্টফোনটি পেশ করা হবে।
  • অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট ও অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে স্মার্টফোনটি সেল করা হবে।
  • ব্র্যান্ডের পক্ষ থেকে শক্তিশালী OPPO K13x 5G স্মার্টফোনটি 15,000 টাকার চেয়েও কম দামে লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে।
  • OPPO K13x 5G স্মার্টফোনটি Midnight Violet ও Sunset Peach এর মতো কালার অপশনে পেশ করা হবে।

OPPO K13x 5G এর স্পেসিফিকেশন

  • OPPO K13x 5G স্মার্টফোনটিতে 6nm ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 6300 5G প্রসেসর থাকবে। এই প্রসেসর মাধ্যমে দুর্দান্ত মাল্টিটাস্কিং, গেমিং ও ব্যাটারি উপভোগ করা যাবে।
  • কোম্পানির পক্ষ থেকে OPPO K13x 5G স্মার্টফোনটি 4GB ও 6GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে RAM এক্সপেনশন ফিচার থাকবে।
  • ব্র্যান্ডের বক্তব্য অনুযায়ী ভারতে OPPO K13x স্মার্টফোনটি 1.4 মিটার উঁচু থেকে গ্রানাইটে ফেলে, জলের ছিটে এবং অন্যান্য কঠিন টেস্টিঙের পর এটি লঞ্চ করা হচ্ছে।
  • স্মার্টফোনটিতে AI LinkBoost 2.0 ফিচার রয়েছে, যার ফলে 360° অ্যান্টিনা সিস্টেমের জন্য দুর্বল সিগন্যাল এলাকাতেও দুর্দান্ত নেটওয়ার্ক পাওয়া যাবে। একইসঙ্গে Glove Touch ও Splash Touch ফিচার থাকার দৌলতে ঘাম ও বৃষ্টির ছিটের লাগলে ভালোভাবে ব্যাবহার করা যাবে।
  • OPPO K13x 5G স্মার্টফোনটি 120Hz আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে 1000 নিটস পিক ব্রাইটনেস সহ লঞ্চ করা হবে।
  • ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটিতে 50MP AI ডুয়েল ক্যামেরা সেটআপ থাকবে। এই স্মার্টফোনটিতে AI Eraser, Unblur, Clarity Enhancer ও Reflection Remover এর মতো ফিচার যোগ করা হবে। একইসঙ্গে AI Summary, AI Studio, Google Gemini মতো স্মার্ট টুলস কন্টেন্ট এবং প্রোডাক্টিভিটির ক্ষেত্রে একটি অন্য মাত্রা পাওয়া যাবে।
  • OPPO K13x 5G স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ব্যাটারি 1700 চার্জ সাইকেলের পরও 80% থেকে বেশি ব্যাটারি লাইফ থাকবে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 45W SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই স্মার্টফোনটি মাত্র 21 মিনিটে 30% এবং 91 মিনিটে 100% পর্যন্ত চার্জ হতে সক্ষম।
  • স্মার্টফোনটি নতুন ColorOS 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। এতে ক্লিনার UI, স্মুথ অ্যানিমেশন ও স্মার্ট ইউটিলিটি ফিচার থাকবে।
  • OPPO K13x 5G স্মার্টফোনটি এয়ারস্পেস গ্রেড AM04 অ্যালুমিনিয়াম আলয় দিয়ে তৈরি 360° ড্যামেজ-প্রিউফ বডি দেওয়া হবে। স্মার্টফোনটি Crystal Shield গ্লাস, স্পঞ্জ শক অ্যাবজর্পশন সিস্টেম এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, SGS গোল্ড ড্রপ সার্টিফিকেশন এবং MIL-STD 810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here