গ্লোবাল বাজারে লঞ্চ হল OPPO Reno 11 এবং Reno 11 Pro, ভারতে আসার আগে জেনে নিন জেনে নিন বিশেষত্ব

আগামী 12 জানুয়ারি ভারতে লঞ্চ হবে OPPO Reno 11 5G এবং OPPO Reno 11 Pro ফোন। আগেই চীনে এই ফোন লঞ্চ করা হয়েছিল এবং চীনের বাইরে এই প্রথম ফোনগুলি গ্লোবাল বাজারে পেশ করা হল। ভারতে লঞ্চের আগে এই ফোন ভিয়েতনামে পেশ করা হয়েছে এবং এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

OPPO Reno 11 series এর স্পেসিফিকেশন (গ্লোবাল)

OPPO Reno 11 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: OPPO Reno 11 Pro ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5কে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন কার্ভ OLED প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1600 নিটস ব্রাইটনেস এবং 2160 হার্টস PWM ডিমিং সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।
  • প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 2 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ওআইএস পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Reno 11 Pro ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল সুপার সেন্সেটিভ ক্যাট আই লেন্স রয়েছে। এতে 5পি লেন্স, ওপেন লুপ ফোকাস মোটর এবং অটো ফোকাসের মতো ফিচার দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং চার্জিঙের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 11 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.70 ইঞ্চির OLED ডিসপ্লে রয়েছে। এই কার্ভ স্ক্রিনে পাঞ্চ হোল কাটআউট, 120 হার্টস রিফ্রেশরেট এবং 2160 হার্টস PWM ডিমিং দেওয়া হয়েছে।
  • প্রসেসর: OPPO Reno 11 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং কালার ওএস 14.0 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.1 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  • ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এতে 5পি লেন্স, ওপেন লুপ ফোকাস মোটর এবং অটো ফোকাস ফিচার রয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 11 ফোনে 4,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 11 series এর দাম (গ্লোবাল)

OPPO Reno 11 Pro 5G এর দাম

OPPO Reno 11 Pro 5G ফোনটি 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ করা হয়েছে এই ফোনের দাম রাখা হয়েছে 16,990,000 VND অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী প্রায় 57,900 টাকা। ভিয়েতনামে এই ফোনটি Pearl White এবং Coral Gray কালারে সেল করা হবে। ভারতেও এই ফোনটি একই রেঞ্জে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

OPPO Reno 11 5G এর দাম

ভিয়েতনামে OPPO Reno 11 5G ফোনটিও 8GB RAM + 256GB স্টোরেজ সহ সিঙ্গেল মডেলে পেশ করা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে 10,990,000 VND অর্থাৎ প্রায় 37,000 টাকা। ভারতের বাজারে এই ফোনটি আরও কম দামে পেশ করা হতে পারে। ভিয়েতনামে এই ফোন Blue Ocean Waves এবং Coral Gray কালারে সেল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here