ভারতে লঞ্চ হবে OPPO Reno 11 series, এইদিন হবে গ্লোবাল লঞ্চ

32MP Selfie এবং 50MP+32MP+8MP Rear Camera সহ গত নভেম্বর মাসে চীনে OPPO Reno 11 Pro এর সঙ্গে OPPO Reno 11 5G ফোন পেশ করেছিল। এবার এই দুটি ফোন ভারতে লঞ্চের জন্য প্রস্তত। কোম্পানি ঘোষণা করে জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি ভারতের বাজারে OPPO Reno 11 series পেশ করা হবে। এর সঙ্গেই এই সিরিজের গ্লোবাল লঞ্চের তারিখও জানানো হয়েছে।

OPPO Reno 11 series গ্লোবাল লঞ্চ ডিটেইলস

চীনে গত বছরই OPPO Reno 11 সিরিজ পেশ করা হয়েছিল। এবার এই সিরিজের ফোনগুলি চীনের বাইরে আসতে চলেছে। গ্লোবাল মার্কেটে এই ফোন প্রথমে মালয়েশিয়াতে আগামী 11 জানুয়ারি 2024 লঞ্চ করা হবে। সেখানের সময় অনুযায়ী সকাল 10টা এবং ভারতের সময় অনুযায়ী সকাল 7টা বেজে 30 মিনিটে এই সিরিজ পেশ করা হবে।

ভারতে আসছে OPPO Reno 11 series

11 জানুয়ারি 2024 মালয়েশিয়াতে OPPO Reno 11 সিরিজ লঞ্চের পর কিছু দিনের মধ্যেই ভারতেও এই ফোন পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে New Portrait Expert ‘Coming Soon’ লিখে ভারতে এই সিরিজ লঞ্চ সম্পর্কে টিজ করেছে। আগামী কিছু দিনের মধ্যেই ভারতে OPPO Reno 11 series এর লঞ্চ ডেট জানিয়ে দেবে বলে আশা করা হচ্ছে।

OPPO Reno 11 Pro স্পেসিফিকেশন (চাইনিজ মডেল)

ডিসপ্লে: এই ফোনে 2772 × 1240 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.74 ইঞ্চির 1.5কে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে কার্ভড ওএলইডি প্যানেল ব্যাবহার করা হয়েছে এবং এই স্ক্রিনে 120 হার্টস রিফ্রেশরেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1600 নিটস ব্রাইটনেস ও 2160 হার্টস PWM ডিমিং সহ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 14.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 3.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: চীনের বাজারে এই ফোনটি 12GB ফিজিক্যাল RAM এবং 12GB virtual RAM এর সঙ্গে পেশ করা হয়েছে। অর্থাৎ OPPO Reno 11 Pro ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনটিতে LPDDR5x RAM এবং UFS 3.1 storage রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ওআইএস পোর্ট্রেট লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল সুপার ক্যাট আই লেন্স রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,700 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই এই ফোনটি 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here