OPPO Reno 12 সিরিজে থাকবে কাস্টম সোনী লেন্সের সুবিধা, পাওয়া যাবে অসাধারণ ক্যামেরা পারফরমেন্স

সম্প্রতি OPPO গ্লোবাল মার্কেটে তাদের Reno 11F লঞ্চ করেছে। এখন কোম্পানি তাদের Reno 12 series এ কাজ শুরু করে দিয়েছে বলে মনে করা হচ্ছে। এই বছরের দ্বিতীয়ার্ধের শুরুর দিকে এই সিরিজ লঞ্চ করা হতে পারে। এবার টিপস্টার স্মার্ট পিকাচু OPPO Reno 12 সিরিজের কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছে।

OPPO Reno 12 সিরিজের ক্যামেরা ডিটেইলস

টিপস্টার স্মার্ট পিকাচু জানিয়েছে OPPO Reno 12 সিরিজে কাস্টম সোনী ক্যামেরা লেন্স থাকবে। এর ফলে ফটোগ্রাফি আরও অ্যাডভান্স হবে বলে জানা গেছে। এখনও পর্যন্ত সঠিক ক্যামেরা ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। এর আগেও একটি লিক থেকে জানা গিয়েছিল আপকামিং OPPO Reno 12 সিরিজে সুন্দর পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে এবং এতে হাই অপটিক্যাল জুমের সুবিধা পাওয়া যাবে।

OPPO Reno 12 সিরিজের লঞ্চ টাইমলাইন

এমএসপাওয়ারইউজার ওয়েবসাইট অনুযায়ী 2024 সালের জুম মাসে OPPO Reno 12 সিরিজ পেশ করা হতে পারে। এর বেস মডেল অর্থাৎ Reno 12 এর দাম 499 ডলার অর্থাৎ প্রায় 41,300 টাকা হতে পারে। অন্যদিকে সিরিজের প্রো মডেলের দাম 799 ডলার অর্থাৎ প্রায় 66,200 টাকা রাখা হতে পারে।

OPPO Reno 12 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

প্রসেসর: OPPO Reno 12 ফোনে মিডিয়াটেক MTK 24M প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। একইভাবে সিরিজের প্রো মডেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্রসেসর যোগ করা হতে পারে।

ক্যামেরা: OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে OIS সহ 50MP প্রাইমারি সেন্সর, 2x অপটিক্যাল জুম সহ 50MP সেকেন্ডারি ক্যামেরা এবং 8MP তৃতীয় ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর মধ্যে এই তৃতীয় সেন্সরটি আলট্রা ওয়াইড হবে বলে আশা করা হচ্ছে।

ডিসপ্লে এবং ডিজাইন: এই সিরিজে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির OLED প্যানেল দেওয়া হতে পারে। উভয় ফোনে কার্ভ গ্লাস ব্যাক প্যানেল যোগ করা হতে পারে।

স্টোরেজ: OPPO Reno 12 ফোনের শুধুমাত্র 12GB RAM + 256GB স্টোরেজ মডেলে পেশ করা হতে পারে। তবে OPPO Reno 12 Pro ফোনের 512GB স্টোরেজ মডেলও লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

ব্যাটারি: OPPO Reno 12 এবং OPPO Reno 12 Pro ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

অন্যান্য: OPPO Reno 12 সিরিজের ফোনে IP65 রেটিং থাকবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here