এই দিন ভারতে লঞ্চ হবে OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোন, জেনে নিন তারিখ

ওপ্পো OPPO Reno 13 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করার পর থেকেই, ভারতীয় ইউজাররা অধীর অপেক্ষায়ে বসে আছে। আজ কোম্পানির পক্ষ থেকে ফ্যানদের উপহার হিসেবে সিরিজের লঞ্চ ডেট জানানো হল। অফিসিয়ালি জানানো হয়েছে 9 জানুয়ারি ভারতীয় বাজারে OPPO Reno 13 এবং Reno 13 Pro স্মার্টফোনগুলি লঞ্চ করা হবে।

আরও পড়ুন: এইসব সার্টিফিকেশন সাইটে লিস্টেড হল OPPO Find N5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

OPPO Reno 13 Series এর ভারতীয় লঞ্চ ডেট

2025 সালের 9 জানুয়ারি ভারতে OPPO Reno 13 সিরিজ লঞ্চ করা হবে। 9 জানুয়ারি এই সিরিজের অধীনে OPPO Reno 13 এবং Reno 13 Pro ফোনগুলির দাম এবং সেল ডেট জানানো হবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ফোনগুলির প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন জানা গেছে।

OPPO Reno 13 Pro এর স্পেসিফিকেশন

  • 6.83″ 1.5K 120Hz AMOLED Screen
  • MediaTek Dimensity 8350
  • 16GB RAM + 1TB Storage
  • 50MP Triple Rear Camera
  • 50MP Selfie Camera
  • 5,800mAh Battery
  • 80W Super Flash Charge
  • 50W Wireless Charging

দাম: চীনে OPPO Reno 13 Pro ফোনটি 12GB এবং 16GB RAM সহ পেশ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির দাম প্রায় 39,500 টাকা থেকে শুরু এবং 52,350 টাকা পর্যন্ত।

ডিসপ্লে: OPPO Reno 13 Pro ফোনে 2800 x 1272 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। কার্ভ ওএলইডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস, 3840Hz PWM ডিমিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর: OPPO Reno 13 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য চীনের মডেলে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি ও 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

রেয়ার ক্যামেরা: OPPO Reno 13 Pro ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত ও OIS সহ 50MP Sony IMX890 প্রাইমারি সেন্সর যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে এফ/2.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50MP Samsung JN5 3.5x পেরিস্কোপ টেলিফটো লেন্স এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8MP Sony IMX355 112º আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: OPPO Reno 13 Pro 5G ফোনের ফ্রন্ট প্যানেলে 50MP Samsung JN5 সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই সেন্সর এফ/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং 4K/60fps ভিডিও রেকর্ড করতে সক্ষম।

ব্যাটারি: OPPO Reno 13 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

OPPO Reno 13 এর স্পেসিফিকেশন

  • 6.59″ 1.5K UHD AMOLED Screen
  • MediaTek Dimensity 8350
  • 16GB RAM + 1TB Storage
  • 50MP Back Camera
  • 50MP Front Camera
  • 5,600mAh Battery
  • 80W Super Flash Charge

দাম: চীনে OPPO Reno 13 ফোনটি 12GB এবং 16GB RAM সহ মোট 5টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী ফোনটির ভ্যানিলা মডেলের দাম 31,400 টাকা এবং টপ মডেলের দাম 44,200 টাকা।

ডিসপ্লে: OPPO Reno 13 ফোনে 2760 x 1256 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.59-ইঞ্চির 1.5কে আলট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ হোল স্টাইলের স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1200nits ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট করে।

প্রসেসর: OPPO Reno 13 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং ColorOS 15.0 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে 3.35GHz পর্যন্ত ক্লক স্পীডযুক্ত Arm Cortex-A715 কোর এবং Cortex-A510 কোর রয়েছে। এই প্রসেসরে MediaTek NPU 780 AI দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য OPPO Reno 13 ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP Sony OIS প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 50MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 13 ফোনটিতে 5,600mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।

চীনের মডেলের মতো একই ফিচার এবং স্পেসিফিকেশন সহ OPPO Reno 13 এবং Reno 13 Pro ফোনগুলি ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here