বর্তমানে ওপ্পো ফ্যানরা অধীর আগ্রহে কোম্পানির আপকামিং Reno 15 সিরিজের জন্য অপেক্ষা করে রয়েছেন। অপরদিকে কোম্পানি তাদের ইউজারদের জন্য একটি নতুন সারপ্রাইজ নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে তাদের Reno 14 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে বলে খবর পাওয়া গেছে। এই ফোনটি OPPO Reno 14F 5G Star Wars Edition নামে পেশ করা হবে। নাম দেখেই বোঝা যাচ্ছে এই স্পেশাল এডিশন ফোনটি জর্জ লুকাসের লেখা বিখ্যাত জনপ্রিয় আমেরিকান স্পেস অপেরা স্টার ওয়ার দ্বারা অনুপ্রাণিত।
OPPO Reno 14F 5G Star Wars Edition ফোনটি আগামী 15 নভেম্বর লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে প্রথমে মেক্সিকোয় এই ফোনটি লঞ্চের পর অন্যান্য মার্কেটেও পেশ করা হতে পারে। এই ফোনটির স্পেসিফিকেশন গত জুন মাসে লঞ্চ করা Reno 14F ফোনটির মতোই রাখা হতে পারে, তবে লুক এবং ডিজাইনের ক্ষেত্রে যথেষ্ট পরিবর্তন দেখা যাবে। কোম্পানি এই ফোনটিকে স্টার ওয়ার থীমে ডিজাইন করেছে। মনে করিয়ে দিই কিছু দিন আগেই ভারতের বাজারে Realme 15 Pro Game of Thrones Limited Edition ফোনটি লঞ্চ করা হয়েছিল এবং এই ফোনেও ইউনিক ডিজাইন দেওয়া হয়েছিল।
ওপ্পো মেক্সিকোর অফিসিয়াল ওয়েবসাইটে এই স্পেশাল এডিশন ফোনটির পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এই পেজে ফোনটির ছবি দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে Darth Vader এর ছবি রয়েছে। আমরা মনে করছি কোম্পানির পক্ষ থেকে ফোনটির বক্সে অন্যান্য স্টার ওয়ার ক্যারেক্টার দেওয়া হবে এবং ইউজাররা তাদের পছন্দ অনুযায়ী ফোনের রেয়ার প্যানেলে এগুলি ব্যাবহার করতে পারবেন। এছাড়া এই ফোনের সঙ্গে কিছু স্পেশাল অ্যাক্সেসরিজ এবং টুলও পাওয়া যাবে।
OPPO Reno 14F 5G ফোনটিতে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেট যোগ করা হয়েছে। এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। গেমিং এবং মাল্টি টাস্কিঙের সময় ফোনটি ঠান্ডা রাখার জন্য এতে 4290mm² VC হীট ডিসপেশন এরিয়া দেওয়া হয়েছে। এই ফোনে 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
OPPO Reno 14F 5G ফোনে 2372 × 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.83-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits পীক ব্রাইটনেসের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও এই ফোনে সুরক্ষার জন্য IP66, IP68 এবং IP69 রেটিং দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির জন্য OPPO Reno 14F 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP Sony IMX882 প্রাইমারি OIS সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
OPPO Reno 14F 5G ফোনটি ভারতে সেল করা হয় না, তবে এই সিরিজের অন্য কোনো স্মার্টফোন কিনতে চাইলে জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি এই সিরিজের OPPO Reno 14 এবং Reno 14 Pro ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। প্রাইস কাটের পর OPPO Reno 14 ফোনটি মাত্র 35,999 টাকা প্রাথমিক দামে বিক্রি করা হচ্ছে। একইভাবে OPPO Reno 14 Pro ফোনটির প্রাথমিক দাম কমে 47,999 টাকা হয়ে গেছে।












