200MP ক্যামেরা, 6200mAh ব্যাটারি এবং 16GB RAM সহ লঞ্চ হতে পারে OPPO Reno 15 স্মার্টফোন, প্রকাশ্যে এল সম্পূর্ণ স্পেসিফিকেশন

এই মাসের 17 নভেম্বর কোম্পানি চীনে তাদের নতুন Reno 15 সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের OPPO Reno 15 এবং OPPO Reno 15 Pro ফোনদুটি পেশ করা হবে। চীনের টেলিকম সাইটে OPPO Reno 15 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক OPPO Reno 15 ফোনের লিস্টিং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।

চীনের টেলিকম লিস্টিঙে OPPO Reno 15 ফোনটি PLW110 মডেল নাম্বার সহ দেখা গেছে। এই ফোনটিতে MediaTek Dimensity MT6899 প্রসেসর থাকবে বলে জানা গেছে। লিস্টিঙের মাধ্যমে এই প্রসেসরের নাম সম্পর্কে জানা যায়নি। তবে Dimensity 8400 বা 8450 প্রসেসর হতে পারে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি মিডিয়াটেকের পক্ষ থেকে এখনও এই প্রসেসর লঞ্চ করা হয়নি।

OPPO Reno 15 ফোনটি অ্যান্ড্রয়েড 16 এবং ColorOS 16 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে। চীনের টেলিকম লিস্টিঙে ফোনটি মোট 5 স্টোরেজ ভেরিয়েন্টে দেখা গেছে। এই লিস্টে ভ্যানিলা মডেল 12GB RAM + 256GB স্টোরেজ অপশন সহ 12GB+512GB, 16GB+256GB, 16GB+512GB এবং 16GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। তবে 1TB স্টোরেজ অপশন সহ OPPO Reno 15 ফোনটি ভারতের বাজারে লঞ্চ করা হবে কি না এই বিষয়ে এখনও পর্যন্ত জানানো হয়নি।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 15 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। লিস্টিং অনুযায়ী ফোনটির ব্যাক প্যানেলে 200 মেগাপিক্সেল সেন্সর সহ 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ওআইএস ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। একইভাবে লিস্টিঙের মাধ্যমে OPPO Reno 15 ফোনটিতে সেলফি ও ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে।

লিস্টিঙের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য OPPO Reno 15 5G ফোনটিতে 6,200mAh ব্যাটারি দেওয়া হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 80W ওয়ার্ড ফাস্ট চার্জিং এবং 50W ওয়্যারলেস চার্জিং ফিচার যোগ করা হবে বলে জানা গেছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে ব্লুটুথ এবং ওয়াই-ফাই এর মতো ফিচারগুলির পাশাপাশি NFC সাপোর্ট করতে পারে।

Reno 15 ফোনটিতে 2640 x 1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.32 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। লিস্টিং অনুযায়ী OPPO Reno 15 ফোনটিতে অ্যালুমিনিয়াম অ্যালয় তৈরি ফ্রেম থাকবে। ফোনটির ডায়মেনশন 151.21 x 72.42 x 7.99mm এবং ওজন 187 গ্রাম হবে বলে জানা গেছে। চীনে Reno 15 ফোনটি Aurora Blue, Starlight Bow, Canele Brown এবং Star Pink চারটি কালার অপশনে সেল করা হবে।

17 নভেম্বর চীনের বাজারে Reno 15 সিরিজ লঞ্চের পর, খুব তাড়াতাড়ি ভারতের বাজারেও এই সিরিজ পেশ করা হবে। এখনও পর্যন্ত সঠিক লঞ্চ ডেট জানানো হয়নি, তবে ডিসেম্বর মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের শুরুতেই এই সিরিজের OPPO Reno 15 এবং OPPO Reno 15 Pro ফোনগুলি লঞ্চ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here