নতুন ফোন কেনার সুবর্ণ সুযোগ! 14,000 টাকা সস্তা হয়ে গেল OPPO Reno13 5G, জেনে নিন অফার

এই বছরের শুরুতেই Oppo ভারতে তাদের মিড বাজেট রেঞ্জে OPPO Reno 13 5G ফোনটি লঞ্চ করেছিল। লঞ্চের সময় থেকে এখনও পর্যন্ত ফোনটি সমালোচনায় রয়েছে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনটি ডিসকাউন্ট জারি করা হয়েছে। তাই বর্তমানে ইউজাররা খুব কম দামেই ফোনটি কিনতে পারবেন। জানিয়ে রাখি Oppo এর 5G ফোনটিতে মোট 14,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। নিচে OPPO Reno 13 5G ফোনটির নতুন দাম, অফার সেলিং প্ল্যাটফর্ম এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

OPPO Reno 13 5G ফোনটির 8GB + 128GB স্টোরেজ অপশন 37,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এবার আমাজনের মাধ্যমে মাত্র 23,999 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই ভেরিয়েন্টে মোট 14,000 টাকার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অন্যদিকে 8GB + 256GB স্টোরেজ ভেরিয়েন্ট 39,999 টাকা দামে পেশ করা হয়েছিল। বর্তমানে মাত্র 31,999 টাকা দামে কেনা যাচ্ছে। অর্থাৎ এই অপশনটিতে 8,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

ইউজাররা ব্যাঙ্ক অফার এবং নো-কোস্ট EMI এর মাধ্যমেও ফোনটি কিনতে পারবেন। আমাজনের মাধ্যমে ফোনটি কেনার সময় পুরনো ফোন এক্সচেঞ্জ করলে 30,200 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে। এই অফার পুরনো ফোনের কন্ডিশনের উপর নির্ভর করে পাওয়া যাবে।

আমাজনের মধ্যমে ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

নোট: এই অফার সীমিত সময়ের জন্য জারি করা হয়েছে। অর্থাৎ যেকোনো সময়ে এই অফার সরিয়ে দেওয়া হতে পারে।

OPPO Reno 13 5G ফোনটিতে 6.59 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। ফোনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পলিং রেট এবং 1200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই স্ক্রিনে Gorilla Glass 7i প্রোটেকশন এবং 3840Hz PWM ডিমিং রয়েছে।

প্রসেসিঙের জন্য OPPO Reno 13 5G ফোনটি MediaTek Dimensity 8350 চিপসেট সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি Android 15 এবং ColorOS 15.0 অপারেটিং সিস্টেম সহ কাজ করতে সক্ষম। ফোনটিতে উপস্থিত MediaTek NPU 780 AI প্রসেসর, যা আরও ভালো AI ক্ষমতাসম্পন্ন এবং পাওয়ার এফিসিয়েন্সি দিতে সাহায্য করে।

ফটোগ্রাফির জন্য OPPO Reno 13 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 50MP Sony IMX890 সেন্সর, 8MP আলট্রা-ওয়াইড লেন্স, এবং 2MP মনোক্রোম সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য ফোনটিতে 50MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 4K/60fps ভিডিও রেকর্ডিং এবং আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতেও সক্ষম।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5600mAh বড় ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য 80W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 5 বছরের ব্যাটারি ডিউরেবিলিটি পাওয়া যাবে। ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP69 রেটিং, Wi-Fi 6, Bluetooth 5.4, এবং স্টেরিও স্পিকারের মতো ফিচারগুলি দেওয়া হয়েছে।

ভারতের বাজারে OPPO Reno 13 5G ফোনটি OnePlus Nord 4, iQOO Neo 10R এবং Realme 14 Pro ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতার সম্মখিন হয়। এই রেঞ্জে সমস্ত ফোনেই প্রিমিয়াম ক্যামেরা ফিচার এবং পারফরমেন্স পাওয়া যায়। তবে OPPO এর Reno 13 5G ফোনটি এই লিস্টের অন্যান্য ফোনের থেকে কিছুটা এগিয়ে। যারা প্রিমিয়াম ক্যামেরা ডিজাইন এবং পারফরমেন্স সহ ফোন চাইছেন, তাঁরা ডিসকাউন্ট সহ Reno 13 5G ফোনটি কিনতে পারেন। উপরোক্ত স্পেসিফিকেশন দেখে যেসব ইউজাররা দামি ফোন কম দামে কেনার কথা ভাবছেন, তাদের জন্য Reno 13 5G ফোনটি ভালো অপশন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here