32MP Selfie আর 64MP Rear ক‍্যামেরার সাথে 13GB RAM এর OPPO Reno 6Z হলো লঞ্চ, দেখুন এর দাম

OPPO গত সপ্তাহেই ভারতীয় বাজারে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বাড়াতে ‘রেনো 6’ সিরিজ পেশ করেছিল। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে দুটি নতুন মোবাইল ফোন Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro লঞ্চ করেছিল যা 64MP Rear আর 32MP Selfie ক‍্যামেরার সাথেই Dimensity চিপসেট এবং AMOLED ডিসপ্লে সাপোর্ট করে। কোম্পানি দুটি আগেই থাইল্যান্ডে এই সিরিজের ওপ্পো রেনো6 জেড স্মার্টফোনের প্রোডাক্ট পেজ লাইভ করেছিল আবার আজকে ওপ্পো ভিয়েতনামে এই নতুন ওপ্পো ফোনের ফুল স্পেসিফিকেশন্স আর দামের থেকে পর্দা তুলে OPPO Reno 6Z 5G কে অফিসিয়াল করে দিয়েছে।

OPPO Reno6 Z এর প্রাইস

সবচেয়ে আগে দামের কথা বললে ওপ্পো রেনো 6জেড কে ভিয়েতনামে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে যা 8 জিবি র‍্যাম মেমরি সাপোর্ট করে। এই ফোনে 5 জিবির এক্সটেন্ডেড র‍্যাম‌ও দেওয়া আছে যার ফলে ফোনের র‍্যাম মেমরি 13GB RAM (8GB RAM + 5GB RAM) হয়ে যায়। এই ফোনটি 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে এবং এই ভেরিয়েন্টের দাম VND 9,490,000 অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 30,500 টাকা প্রায়। ভিয়েতনামে এই ফোনটি কাল অর্থাৎ 21 জুলাই থেকে Aurora আর Stellar Black কালারে কেনা যাবে।

OPPO Reno6 Z এর স্পেসিফিকেশন্স

ওপ্পো রেনো 6জেড 5জি এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 6.4 ইঞ্চির ফুল‌এইচডি+ এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে। ফোনের স্ক্রিন 60 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে এবং 800নিটস ব্রাইটনেস এবং 409 পিপিআই সাপোর্ট করে। OPPO Reno 6Z 5G ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 আধারিত কালার‌ওএস 11.1 এ লঞ্চ করা হয়েছে যা মিডিয়াটেকের Dimensity 800U চিপসেটে রান করে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে OPPO Reno 6Z 5G ফোন ট্রিপল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই ফোনের ব‍্যাক প‍্যানেলে 8 মেগাপিক্সেলের সুপার‌ওয়াইড সেন্সর আর 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে। ওপ্পো রেনো 6জেডে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,310 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া আছে যা 30 ওয়াট VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo Reno 6 আর Oppo Reno 6 Pro এর ইন্ডিয়ান প্রাইস

ইন্ডিয়ান মার্কেটে থাকা ওপ্পো রেনো 6 আর ওপ্পো রেনো 6 প্রো এর কথা বললে OPPO Reno 6 কে কোম্পানি 8GB র‍্যাম + 128GB স্টোরেজের সাথে লঞ্চ করেছে যার দাম 29,990 টাকা। আবার অন‍্যদিকে OPPO Reno 6 Pro কে 12GB র‍্যাম + 256GB স্টোরেজের সাথে মার্কেটে আনা হয়েছে যার দাম 39,990 টাকা। বলে দিই যে OPPO Reno 6 Pro এর সেল যেখানে আজ 20 জুলাই থেকে শুরু হয়ে গেছে আবার OPPO Reno 6 এর বিক্রি 29 জুলাই থেকে শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here