ফোল্ডেবল ফোন ছাড়ছে Oppo-Vivo, অন্যদিকে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে কাজ করছে স্যামসাঙ এবং হুয়াই

Oppo-Vivo ফোল্ডিং ফোন মার্কেট থেকে সরে যাওয়ার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে। এর ফলে এই সেগমেন্টে Huawei এবং Samsung এর দখল বাড়তে পারে। হুয়াই বর্তমানে ট্রাই-ফোল্ড ফোন নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে স্যামসাঙ একটি রোলেবল ডিসপ্লে ফোন প্রস্তত করছে। তবে এখনও পর্যন্ত এই বিশ্যগুলি নিয়ে কোম্পানি অফিসিয়ালি কিছুই জানায়নি।

ফোল্ডেবল ফোনের বাজার ছাড়তে পারে Oppo-Vivo

কোরিয়ান ইকোনমিক ডেইলির একটি রিপোর্ট অনুযায়ী কম লাভজনক ব্যাবসার কথা ভেবে Oppo এবং Vivo ফোল্ডিং ফোনের বাজারে ছেড়ে দিতে পারে। আন্তর্জাতিক স্মার্টফোন বাজারে মার্কেট শেয়ারের দিক থেকে এই দুটি চাইনিজ কোম্পানি স্যামসাঙ, অ্যাপেল এবং শাওমির মতো কোম্পানিগুলির থেকে অনেকটাই পিছিয়ে। এমনকি তাদের হোম মার্কেট চীনে পর্যন্ত অনার এবং হুয়াই এর থেকে পিছি রয়েছে এই দুই ব্র্যান্ড।

লাভ হবে হুয়াই এবং স্যামসাঙের

ওপ্পো এবং ভিভো ফোল্ডিং ফোন সেল করা বন্ধ করে দিলে সবচেয়ে বেশি লাভ হবে স্যামসাঙ এবং হুয়াই কোম্পানির। দক্ষিণ কোরিয়ার স্যামসাঙ এই রেসে আগাগোড়াই বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। এবার BBK Electronics এর অধীনস্থ এই দুই চাইনিজ ব্র্যান্ড মার্কেট ছেড়ে দিলে স্যামসাঙের সোনায় সোহাগা।

হুয়াই ট্রাই-ফোল্ড ফোনের প্ল্যান

  • ডিজাইন: यই ফোনটি Z এর মতো দুইবার ভাঁজ করা যাবে।
  • ডিসপ্লে: এই ফোনে আনফোল্ড অবস্থায় 10 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে।
  • লঞ্চ টাইমলাইন: 2024 সালের প্রথম ছয় মাসের মধ্যেই বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই ফোনের প্রোডাকশন চলছে বলে মনে করা হচ্ছে।
  • সেল: কোরিয়ান রিপোর্ট অনুযায়ী হুয়াই এক বছরের মধ্যে 130 মিলিয়নেরও বেশি ইউনিট স্মার্টফোন সেল করতে পারে।

এই আপকামিং ফোনের সাইজ একটি ট্যাবলেটের মতো হতে পারে যা ভাঁজ হয়ে ফোনের আকার নেবে। তাই এই ডিভাইস ট্যাবলেট সেগমেন্টে কব্জা করতে পারে। এই ডিভাইস নিঃসন্দেহে চীনের বাজারে Apple iPad ব্যাবসা নষ্ট করবে।

প্রস্তত হচ্ছে অ্যাপেল এবং স্যামসাঙ

অ্যাপেলও তাদের ফোল্ডেবল iPhone নিয়ে কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে, এই ফোনের প্রোডাকশন 2026 সাল থেকে শুরু হতে পারে। অন্যদিকে স্যামসাঙ অনেক দিন ধরেই রোলেবল ডিসপ্লে নিয়ে কাজ করছে এবং বাজারে এই স্ক্রিন সহ গ্যালাক্সি স্মার্টফোন লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

জানিয়ে রাখি 2023 সালে স্যামসাঙ ফোল্ডেবল ফোনের বাজারে 66 শতাংশ মার্কেট শেয়ার সহ সবচেয়ে এগিয়ে ছিল অন্যদিকে Apple iPad 40 শতাংশ মার্কেট শেয়ারের সঙ্গে ট্যাবলেট বাজার দখল করে রেখেছে। এই সেগমেন্টে গ্যালাক্সি ট্যাব 19 শতাংশ মার্কেট শেয়ার সহ দ্বিতীয় স্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here