মাত্র 6,999 টাকায় লঞ্চ হল Nokia C12 Pro স্মার্টফোন, জেনে নিন ফিচার এবং স্পেসিফিকেশন

Highlights

  • Nokia C12 Pro দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে।
  • এই ফোনটি 2 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে।
  • Nokia C12 Pro Android 12 (Go edition) এ কাজ করে।

HMD Global আজ ভারতীয় মার্কেটে একটি লো বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানি তাদের C সিরিজের অধীনে ভারতে Nokia C12 Pro ফোনটি লঞ্চ করেছে। এটি একটি লো বাজেট স্মার্টফোন যা এন্ট্রি লেভেল সেগমেন্টে লঞ্চ করা হয়েছে, এই ফোনটির দাম মাত্র 6,999 টাকা। Nokia C12 Pro ফোনটি Realme এবং Redmi ব্র্যান্ডকে লো বাজেট স্মার্টফোনগুলিকে জোরদার টক্কর দেবে। আরও পড়ুন: 64MP ক্যামেরাসহ লঞ্চ হল Realme C55 স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

Nokia C12 Pro স্মার্টফোনের দাম

ভারতে Nokia C12 Pro স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের বেস ভেরিয়েন্টে 2GB র‍্যাম রয়েছে এবং আরেকটি ভেরিয়েন্ট 3GB র‍্যাম সাপোর্ট করে। এই দুটি মডেলের দাম যথাক্রমে 6,999 টাকা এবং 7,499 টাকা। এই দুটি ভেরিয়েন্টই 64 GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে। Nokia C12 Pro স্মার্টফোনটি মার্কেটে Light Mint, Charcoal এবং Dark Cyan কালার অপশনে সেলের জন্য পাওয়া যাচ্ছে।

Nokia C12 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন

Nokia C12 Pro স্মার্টফোনটি 2GB ভার্চুয়াল র‌্যাম টেকনোলজি সহ মার্কেটে আনা হয়েছে। এটি ফোনের উভয় মেমরি ভেরিয়েন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এই ফোনের বেস ভেরিয়েন্টটি 4GB র‌্যাম সাপোর্ট করে এবং বড় ভেরিয়েন্টটি 5GB র‌্যাম সাপোর্ট করে। এই ফোনটি Android 12 Go এডিশনে লঞ্চ করা হয়েছে যা ফোনের মেমরি, ইন্টারনেট ডেটা এবং ব্যাটারি সাশ্রয় করে। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল iQOO Z7 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Nokia C12 Pro স্মার্টফোনে 6.3 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। স্ক্রিনের তিনটি দিক বেজেল লেস। ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক এবং ফ্রন্ট উভয় প্যানেলে একটি সিঙ্গেল ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এই Nokia ফোনটি 8 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর এবং 5 মেগাপিক্সেল সেলফি সেন্সর সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here