শীঘ্রই ভারতে আসতে চলেছে POCO C75 5G স্মার্টফোন, জেনে নিন কবে হবে লঞ্চ

আগামী 17 ডিসেম্বর POCO ভারতে তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে POCO M7 Pro এবং POCO C75 5G স্মার্টফোন পেশ করা হবে। অফিসিয়ালি জানানোর আগেই POCO C75 5G ফোনের দাম প্রকাশ্যে এসেছে। এটি লো বাজেট রেঞ্জে 9,000 টাকা দামের স্মার্টফোন হতে চলেছে।

POCO C75 5G এর ভারতীয় দাম

প্রমোশনাল পোস্টারের মাধ্যমে POCO C75 5G ফোনের দাম সম্পর্কে জানা গেছে। টিজার ইমেজ অনুযায়ী ফোনটি 9 হাজার টাকা বাজেট রেঞ্জে পেশ করা হবে বলে জানা গেছে। অর্থাৎ POCO C75 5G ফোনটি 9,000 টাকার কম দামে সেল করা হবে। তবে এটি ফোনের লঞ্চ প্রাইস এবং এটি 8,999 টাকা বা 8,499 টাকা দামে সেল হতে পারে। এই ফোনে 4GB RAM দেওয়া হতে পারে।

POCO C75 5G এর প্রসেসর

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে POCO C75 5G ফোনটি Qualcomm Snapdragon 4s Gen 2 চিপসেট সহ লঞ্চ করা হবে। এই চিপসেট 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, এতে দুটি 2GHz Cortex-A78 কোর এবং ছয়টি 1.8GHz Cortex-A55 কোর রয়েছে। জানিয়ে রাখি সম্প্রতি এই চিপসেট সহ Redmi A4 5G ফোনটি পেশ করা হয়েছে।

জানিয়ে রাখি স্ন্যাপড্রাগন 4এস জেন 2 প্রসেসারে 7 5G Bands সাপোর্ট থাকবে এবং সমস্ত ব্যান্ড SA (standalone) 5G networks সহ আসতে চলেছে। অন্যদিকে ভারতে Airtel শুধুমাত্র NSA (non-standalone) 5জি নেটওয়ার্কে কাজ করে। তাই POCO C75 5G ফোনের এয়ারটেল নাম্বারে 5জি সার্ভিস পাওয়া যাবে না এবং শুধুমাত্র Jio 5G কাজ করবে।

POCO C75 5G এর স্পেসিফিকেশন (লিক)

  • 6.68″ 120Hz Screen
  • Snapdragon 4s Gen 2
  • 4GB Virtual RAM
  • 4GB RAM + 128GB Storage
  • 50MP Rear Camera
  • 5MP Selfie Camera
  • 18W 5,160mAh Battery

ডিসপ্লে: POCO C75 5G ফোনে এলসিডি প্যানেল দিয়ে তৈরি 6.68 ইঞ্চির এইচডি + ওয়াটারড্রপ ডিসপ্লে সহ লঞ্চ করা হতে পারে। এই লো বাজেট 5জি ফোনে 120হার্টস রিফ্রেশ রেট এবং 240হার্টস টাচ স্যাম্পেলিং রেট সহ 600nits ব্রাইটনেস এবং blue light প্রোটেকশনের মতো ফিচার দেওয়া হতে পারে।

স্টোরেজ: POCO C75 5G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হবে। একইসঙ্গে 4GB RAM বুস্ট ফিচার থাকবে। অর্থাৎ 4GB ফিজিক্যাল RAM এবং 4GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় 8GB RAM (4+4) পারফরমেন্স পাওয়া যাবে। এই ফোনে 64GB এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে।

ওএস: POCO C75 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হবে এবং 2 বছরের OS আপগ্রেড দেওয়া হবে। অর্থাৎ Android 16 পর্যন্ত তৈরি। এই ফোনটি HyperOS সহ কাজ করবে এবং 4 বছরের সিকিউরিটি আপগ্রেড পাওয়া যাবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO C75 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা থাকবে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে। এটি 5,160এমএএইচ ব্যাটারি হতে পারে। দ্রুত চার্জিঙের জন্য ফোনে 18ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here