আগামী কয়েক সপ্তাহের মধ্যে POCO তাদের সি-সিরিজের সংখ্যা বাড়তে চলেছে। এই সিরিজের অধীনে POCO C75 স্মার্টফোন লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানানো হয়নি, কিন্তু সম্প্রতি ফোনটি সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টেড হওয়ার পর থেকেই এটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি আপকামিং ফোনটি আগের মডেল সি65 ফোনটির আপগ্রেড ভার্সন হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং সম্পর্কে।
POCO C75 এর IMDA লিস্টিং
- IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী POCO শীঘ্রই গ্লোবাল মার্কেটে তাদের নতুন স্মার্টফোন পেশ করতে পারে।
- আপকামিং ফোনটি POCO C75 নামে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি 2410FPCC5G মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
- সার্টিফিকেশন লিস্টিং অনুযায়ী আপকামিং POCO ফোনটিতে ব্লুটুথ, ওয়াই-ফাই এবং NFC কানেক্টিভিটি দেওয়া হবে।
- IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে উপরোক্ত ডিটেইলস ছাড়া নতুন স্মার্টফোনটি সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি।
- জানিয়ে রাখি আগের IMEI ডেটাবেস লিস্টিঙের মাধ্যমে আপকামিং ফোনটির POCO C75 নাম হবে বলে জানা গিয়েছিল।
- এফসিসি সাইট অনুযায়ী LTE কানেক্টিভিটি দেওয়া হতে পারে। একইসঙ্গে এই ফোনটি হাইপারওএস সহ কাজ করতে পারে বলে জানা গেছে।
POCO C65 এর স্পেসিফিকেশন
গত বছর আগের POCO C65 মডেল লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।
- ডিসপ্লে: POCO C65 ফোনটিতে 6.74-ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 90Hz রিফ্রেশ রেট, 1650 x 720 পিক্সেল রেজোলিউশন এবং গোরিলা গ্লাস 3 এর প্রোটেকশন রয়েছে।
- প্রসেসর: এই ফোনটি এন্ট্রি লেভেল মিডিয়াটেক হেলিও জি85 প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে গ্রাফিক্সের জন্য এতে মালী-G52 MC2 জিপিইউ দেওয়া হয়েছে।
- স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB পর্যন্ত RAM + 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য POCO C65 ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি, 2MP ম্যাক্রো এবং একটি AI লেন্স রয়েছে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। তবে কোম্পানি এই ফোনের বক্সে 10W অ্যাডপ্টার দিচ্ছে।