কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গেল 1 লক্ষ 20 হাজার Realme 5 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Realme এই মাসেই তাদের Realme 5 স্মার্টফোন সিরিজ লঞ্চ করেছিল এবং এই সিরিজে কোম্পানি Realme 5 এবং Realme 5 Pro স্মার্টফোন লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে আয়োজিত Realme 5 এর প্রথম সেলে ফোনটি গ্ৰাহকদের তরফ থেকে খুব ভালো রেসপন্স পেয়েছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে প্রথম সেলে ফোনটির 1,20,000টির‌ও বেশি ইউনিট বিক্রি হয়ে গেছে।

লঞ্চের আগেই সলমন খানের হাতে দেখা গেল Vivo V17 Pro, দেখুন ফোনটির লুক

প্রথম সেলে এত ভালো রেসপন্স দেখার পর ফোনটির দ্বিতীয় সেল আয়োজিত হয় গত পরশু অর্থাৎ 27 আগস্ট রাত 8টায়। গত সপ্তাহে Realme ভারতে Realme 5 Pro এর সঙ্গে Realme 5 স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটির সেল ই-কমার্স ওয়েবসাইট Flipkart ও কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট realme.com এ হবে। এছাড়া Realme 5 Pro এর প্রথম সেল 4 সেপ্টেম্বর আয়োজন করা হবে। অন‍্যদিকে কোম্পানির সিইও ইউটিউবে নবম #AskMadhav সিরিজে জানিয়েছেন সেপ্টেম্বরের মাঝামাঝি Realme 5 এবং Realme 5 Pro এর সেল আয়োজিত করা হবে।

Realme 5 এর 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,999 টাকা রাখা হয়েছে। এক‌ই ভাবে 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 10,999 টাকা দামে সেল করা হবে এবং ফোনটির 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টের জন্য 11,999 টাকা দাম দিতে হবে।

Vodafone আবার নিয়ে এলো 20 টাকা দামের সুন্দর প্ল‍্যান, পাওয়া যাবে এইসব সার্ভিস

স্পেসিফিকেশন
Realme 5 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। কোম্পানি ফোনটির দুটি র‍্যাম ও তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যা 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি, 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত।

ফোটোগ্ৰাফির জন্য Realme 5 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 12 + 8 + 2 + 2 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরের কম্বিনেশন আছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 তে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here