8GB RAM, 6.9 ইঞ্চির ডিসপ্লে এবং 6000mAh ব্যাটারি সহ কম দামে লঞ্চ হল POCO C85 স্মার্টফোন 

গ্লোবাল বাজার ফিলিপিন্সে POCO তাদের নতুন বাজেট রেঞ্জে POCO C85 স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বড় ব্যাটারি, বড় ডিসপ্লে সহ পেশ করা হয়েছে। স্মার্টফোনটিতে 8GB RAM, 6.9 ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, 6000mAh ব্যাটারি, 50MP প্রাইমারি ক্যামেরা এবং MediaTek Helio G81-Ultra প্রসেসরের মতো বিভিন্ন ফিচার রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক POCO C85 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।

POCO C85 স্মার্টফোনটিতে Dot Drop প্যানেল দিয়ে তৈরি 6.9 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 1600×720 পিক্সেল রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট, 660 নিটস টিপিকল ব্রাইটনেস এবং 810 নিটস HBM সাপোর্ট করে। স্মার্টফোনটির ডিসপ্লে TÜV Rheinland Low Blue Light, Circadian Friendly ও Flicker Free সার্টিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে চোখ সুরক্ষিত থাকবে।

প্রসেসিঙের জন্য POCO C85 স্মার্টফোনটিতে MediaTek Helio G81-Ultra অক্টা-কোর প্রসেসর রয়েছে। এই প্রসেসরে 2.0GHz ক্লক স্পীডযুক্ত Cortex-A75 এবং Cortex-A55 CPU রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে GPU এর জন্য Mali-G52 MC2 যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং eMMC 5.1 স্টোরেজ সাপোর্ট করে। এটি 6GB + 128GB এবং 8GB + 256GB স্টোরেজ অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্টোরেজ মেমরি এক্সটেনশনের মাধ্যমে 16GB পর্যন্ত RAM বাড়ানো যাবে। একইসঙ্গে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।

ফটোগ্রাফির জন্য POCO C85 স্মার্টফোনটির ব্যাক প্যানেলে 50MP প্রাইমরই সেন্সর এবং 5MP লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরায় HDR, পোর্ট্রেট, টাইম-ল্যাপ্স, নাইট মোড এবং সফট-লাইট রিঙের মতো ফিচার সাপোর্ট করে। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে শক্তিশালী 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে। এই ব্যাটারি দীর্ঘ ব্যাটারি লাইফ দিতে সক্ষম। সিকিউরিটির জন্য স্মার্টফোনটিতে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক সহ NFC মতো ফিচার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য স্মার্টফোনটিতে ডুয়েল SIM + মাইক্রোSD স্লট এবং 2G, 3G ও 4G LTE নেটওয়ার্ক ব্যান্ড রয়েছে। একইসঙ্গে এতে Wi-Fi 2.4GHz ও 5GHz, Bluetooth 5.4, GPS/Glonass/Galileo/Beidou ন্যাভিগেশন এবং 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে স্প্ল্যাশ ও ডাস্ট রেজিস্ট্যান্টের জন্য IP64 রেটিং রয়েছে।

POCO C85 স্মার্টফোনটি লেটেস্ট Xiaomi HyperOS 2 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে ভার্চুয়াল প্রক্সিমিটি সেন্সর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, অ্যাক্সেলেরোমিটার এবং ইলেক্ট্রনিক কম্পাসের মতো বিভিন্ন সেন্সর যোগ করা হয়েছে। স্মার্টফোনটির ওজন মাত্র 205 গ্রাম এবং থিকনেস 7.99mm রাখা হয়েছে।

ফিলিপিন্সের বাজারে  POCO C85 স্মার্টফোনটির প্রি-অর্ডার শুরু হয়ে গেছে। 2025 সালের 30 আগস্ট থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত জারি করা হয়েছে। স্মার্টফোনটির 6GB+128GB স্টোরেজ অপশনে প্রি-অর্ডারের দাম PHP 4799 অর্থাৎ প্রায় 8,000 টাকার কাছাকাছি। তবে অফিসিয়ালি  PHP 5499 দামে লিস্টেড রয়েছে। অন্যদিকে 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্ট PHP 5699 অর্থাৎ প্রায় 9,300 টাকা দামে সেল করা হচ্ছে এবং অফিসিয়ালি PHP 6499 দামে লিস্টেড। Shopee Mall এর মাধ্যমে স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাচ্ছে। স্মার্টফোনটি পার্পল, ব্ল্যাক এবং গ্রিন কালার অপশনে লঞ্চ করা হয়েছে।

POCO C85 স্মার্টফোনটি বাজারে উপস্থিত Moto G05, realme Narzo 80 Lite 4G এবং Infinix Smart 10 স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে। যারা কম দামে এন্ট্রি লেভেল পারফরমেন্স সহ স্মার্টফোন চাইছন, তাদের কাছে এই স্মার্টফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। এই স্মার্টফোনটিতে খুব সহজেই সেলফি। গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং দৈনন্দিন কাজ উপভোগ করা যাবে। তাই যেঁসব ইউজাররা বাজেট রেঞ্জে স্মার্টফোন খুঁজছেন, সেইসব ইউজারদের জন্য এটি একটি ভালো অপশন হতে পারে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here