Bose অডিও সহ লঞ্চ হতে চলেছে Poco F8 Pro স্মার্টফোন, লিক থেকে জানা গেছে বক্সে থাকবে না চার্জার

শীঘ্রই Poco তাদের ফ্ল্যাগশিপ Poco F8 Pro ফোন লঞ্চ করতে পারে। আগেই NBTC সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। তাই খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছিল। এবার প্রকাশ্যে আসা নতুন লিক ইউজারদের নিরাশ করতে পারে। লিকের মাধ্যমে আপকামিং F8 Pro ফোনের বক্সের সঙ্গে চার্জার দেওয়া হবে না বলে জানা গেছে। একইসঙ্গে বক্স লিকের পাশাপাশি ফোনটিতে Bose অডিও ব্যাবহার করা হবে বলে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco F8 Pro ফোনের লিক ডিটেইলস সম্পর্কে।

টিপস্টার অভিষেক যাদব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আসন্ন Poco F8 Pro ফোনের ডিটেইলস শেয়ার করেছে। তাঁর বক্তব্য অনুযায়ী চার্জার ছাড়াই Poco F8 Pro ফোনটি লঞ্চ করা হবে। এটি Poco এর জন্য নতুন নয়, কারণ এর আগেও কোম্পানি ইউরোপীয় বাজারে Poco X7 Pro এবং Poco F7 ফোনটি চার্জার ছাড়াই লঞ্চ করেছিল। তাই আবারও এই ফোনটির ক্ষেত্রেও এমনি হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া কোনো কোনো দেশে চার্জার সহ ফোনটি লঞ্চ করা হতে পারে।


অভিষেক জাদপ আপকামিং ফোনের রিটেইল বক্সের একটি ছবি শেয়ার করেছে। এই বক্সে স্পষ্ট “Sound by Bose” লেখা দেখা গেছে। একই ব্র্যান্ডিং সম্প্রতি লঞ্চ হওয়া Redmi K90 Series এ দেখা গিয়েছিল। তাই Poco F8 Pro ফোনটির Redmi K90 ফোনের রিব্র্যান্ড ভার্সন হবে বলে মনে করা হচ্ছে।

Poco F8 Pro ফোনটিতে 6.59 ইঞ্চির 2K LTPO ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 3,500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Qualcomm Snapdragon 8 Elite প্রসেসর এবং Adreno 830 GPU দেওয়া হতে পারে। এই ফোনে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ দেওয়া হতে পারে।

ফটোগ্রাফির জন্য Poco F8 Pro ফোনটিতে 50MP Light Hunter 800 প্রাইমারি সেন্সর (OIS সাপোর্ট), 8MP আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP 2.5x টেলিফটো পেরিস্কোপ লেন্স সহ ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। একইভাবে ফ্রন্ট প্যানেলে 20MP সেলফি ক্যামেরা দেওয়া হতে পারে।

পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7,100mAh বড় ব্যাটারি দেওয়া হতে পারে। একইসঙ্গে 100W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। তবে বক্সের সঙ্গে চার্জার জাথাকার জন্য ইউজারদের আলাদাভাবে কিনতে হতে পারে। এছাড়া ফোনটিতে Bose এর মাধ্যমে টিউন করা ডুয়েল স্টিরিও স্পিকার, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, ও IP68/IP69 ওয়াটার ডাস্ট রেজিস্টেন্স ফিচার রয়েছে। একইসঙ্গে ফোনটিতে 3D আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকত পারে।

Poco F8 Pro ফোনটি iQOO 13, OnePlus 13s এবং Realme GT 7 Pro ফোনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। যারা দারুণ পারফরমেন্স, অসাধারণ ক্যামেরা এবং প্রিমিয়াম অডিও কোয়ালিটি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য Poco F8 Pro ফোনটি ভালো অপশন হতে পারে।

যদি Poco F8 Pro ফোনটি Redmi K90 রিব্র্যান্ড ভার্সন হয়, তবে ইউজারদের কাছে সেরা অপশন হয়ে উঠতে পারে। ইউজাররা এই ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন। আমরা এই বিষয়ে নতুন আপডেট পাওয়া মাত্রই পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here