Poco তাদের বহুচর্চিত Poco F8 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছে। কোম্পানি পোস্টারের মাধ্যমে জানিয়েছে আগামী 26 নভেম্বর নতুন F সিরিজ গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে। ইন্দোনেশিয়ার বাজারে এই মেগা লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে। এই সিরিজে Poco F8, F8 Pro এবং F8 Ultra ফোনগুলি পেশ করা হতে পারে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী এই ইভেন্টের মঞ্চ থেকে প্রথমে Poco F8 Pro এবং Poco F8 Ultra ফোনগুলি পেশ করা হতে পারে। এর কিছুদিন পরই ভ্যানিলা F8 মডেলটি লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Poco F8 সিরিজের লঞ্চ ডিটেইলস সম্পর্কে।
নিচে দেওয়া সোশ্যাল মিডিয়া পোস্টারে দেখা গেছে কোম্পানি Poco F8 সিরিজের লঞ্চ ডেট ঘোষণা করেছে। এই পোস্টারের মাধ্যমে ফোনগুলির নাম জানানো হয়নি, তবে এই ইভেন্টে Poco F8 Pro এবং Poco F8 Ultra ফোনগুলি লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
From power to perfection — it’s time to ascend. ⚡
The next era of ULTRA performance is rising.
Join us as POCO F8 Series takes the throne. 👑
📍 November 26, 2025 | 16:00 GMT+8 | Bali
UltraPower Ascended. pic.twitter.com/Sljz9DR3F2— POCO (@POCOGlobal) November 17, 2025
রিপোর্ট অনুযায়ী সম্প্রতি চীনের বাজারে Poco F8 Pro এবং F8 Ultra ফোনগুলি লঞ্চ করা হয়েছিল, এইগুলি Redmi K90 এবং K90 Pro Max ফোনের রিব্র্যান্ডেড হিসাবে পেশ করা হতে পারে।
উভয় Poco ফোনে Redmi ফোনের মতো ডিজাইন ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারনাল হার্ডওয়্যার থাকতে পারে। তবে Poco ফোনগুলিতে কম ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া ফোনটি পারফরমেন্স, ডিসপ্লে এবং ক্যামেরা দিক দিয়ে সেগমেন্টের অন্যতম হয়ে উঠতে পারে।
প্রকাশ্যে আসা লিক রিপোর্ট অনুযায়ী Poco F8 ফোনটিতে 6.59 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হতে পারে। তবে Poco F8 Ultra ফোনটিতে OLED প্যানেল দিয়ে তৈরি বড় 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনদুটিতে 1.5K রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। এই ফোনটি HyperOS 3 এবং Android 16 সহ লঞ্চ করা হতে পারে।
প্রসেসিঙের Poco F8 ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর এবং F8 Ultra ফোনটিতে Snapdragon 8 Elite Gen 5 প্রসেসর দেওয়া হয়েছে। ফোনদুটিতে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে। Poco F8 Pro ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে 50MP OIS প্রাইমারি ক্যামেরা, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP টেলিফটো সেন্সর থাকতে পারে। তবে F8 Ultra ফোনটিতে 50MP প্রাইমারি, 50MP আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো সহ ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে।
Poco F8 Ultra ফোনটি একটি এক্সট্রা রেয়ার স্পিকার থাকতে পারে। এর ফলে অসাধারণ অডিও উপভোগ করা যাবে। উভয় ফোনেই 100W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। তবে Ultra ফোনটিতে 50W ওয়্যারলেস চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এখনও পর্যন্ত ব্যাটারি সাইজ সম্পর্কে জানানো হয়নি।
যারা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স, ডিসপ্লে এবং হাই কোয়ালিটি ক্যামেরা খুঁজছেন, তাদের জন্য Poco F8 Pro ফোনটি একটি ভালো অপশন হতে পারে। অন্যদিকে যেঁসব ইউজাররা শক্তিশালী প্রসেসর, অসাধারণ ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং সহ ফোন কেনার কথা ভাবছেন, তাদের কাছে Poco F8 Ultra ফোনটি আকর্ষণীয় হয়ে উঠতে পারে।
Poco F8 ফোনটি OnePlus 13R, iQOO Neo 10 এবং Realme GT 8 মতো ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। অন্যদিকে Poco F8 Ultra ফোনটি Xiaomi 17, Realme GT 8 Pro এবং iQOO 15 ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে।
যারা অসাধারণ পারফরমেন্স, ডিসপ্লে এবং হাই কোয়ালিটি ক্যামেরা সহ ফোন কেনার চিন্তা ভাবনা করছেন, তাঁরা আপকামিং Poco F8 সিরিজের অপেক্ষা করতে পারেন। আমরা লঞ্চের দিন ফোনের সম্পূর্ণ ডিটেইলস পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।









