15 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ POCO M4 Pro 5G স্মার্টফোন, কম দামে পাওয়া যাবে অসাধারণ স্পেসিফিকেশন

স্মার্টফোন ব্র‍্যান্ড POCO বিগত বেশ কিছু সময় ধরে কোম্পানি ভারতে তাদের ‘এম’ সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ সম্পর্কে টীজ করে চলেছে। আজ কোম্পানির পক্ষ থেকে এই আপকামিং ফোনের নাম ও লঞ্চ ডেট সম্পর্কে ঘোষণা করে দিয়েছে। এই ফোনটি POCO M4 Pro 5G নামে আগামী 15 ফেব্রুয়ারি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। তবে জানিয়ে রাখি ভারতে লঞ্চের আগে থেকেই গ্লোবাল মার্কেটে POCO M4 Pro 5G ফোনটি সেল করা হয়, যার ফলে ফোনটির স্পেসিফিকেশন আমাদের জানা আছে।

POCO M4 Pro 5G

কোম্পানি তাদের নতুন Poco M4 Pro 5G ফোনটি পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে পেশ করেছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ডিসপ্লের ওপর দিকে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরা সেন্সরযুক্ত পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এই ফোনের ডিসপ্লের তিন দিকে বেজল নেই বললেই চলে তবে নিচের দিকে অপেক্ষাকৃত চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপের সোজাসুজি নিচের দিকে পোকোর ব্র‍্যান্ডিং রয়েছে।

কোম্পানি নতুন Poco M4 Pro 5G ফোনটিতে 90Hz রিফ্রেশরেটযুক্ত 6.6 ইঞ্চির ডিসপ্লে যোগ করেছে। এই ফোনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত এবং Arm Cortex–A76 ও Arm Cortex–A55 CPU কোর দিয়ে তৈরি অক্টাকোর প্রসেসরের সঙ্গে 6nm ফেব্রিকেশনের MediaTek Dimensity 810 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা ও 119 ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এক‌ইভাবে এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করা হয়েছে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Poco M4 Pro 5G তে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh এর ব‍্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here