শীঘ্রই লঞ্চ হতে পারে POCO M6, এইসব সার্টিফিকেশন সাইটে দেখা গেল ডিটেইলস

POCO কিছু মাস আগেই ভারতীয় বাজারে তাদের POCO M6 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার POCO M6 এর 4G অপশন পেশ করা হতে পারে। এই ফোনটি NBTC, FCC, EEC এবং IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সহ লিস্টেড করা হয়েছে। এরপর আশা করা হচ্ছে শীঘ্রই ফোনটি বাজারে লঞ্চ করা হতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

POCO M6 এর লিস্টিং ডিটেইলস

  • POCO নতুন স্মার্টফোনটি NBTC, FCC, EEC এবং IMDA সার্টিফিকেশন ওয়েবসাইটে 2404APC5FG মডেল নাম্বার সহ প্রকাশ্যে এসেছে।
  • এনবিটিসি ফ্ল্যাটফর্মে ফোনটি POCO M6 নামে দেখা যেতে পারে।
  • এফসিসি সার্টিফিকেশন অনুযায়ী POCO M6 ফোনের 4,930mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • এই ফোনে 5,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এফসিসি লিস্টিং অনুযায়ী এই ফোনে 33W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট দেওয়া হতে পারে।
  • ফেডরাল কমিউনিকেশন কমিশন (FCC) লিস্টিং অনুযায়ী এই POCO M6 ফোনে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই নেটওয়ার্ক এবং এনএফসি কানেক্টিভিটি দেওয়া হবে বলে জানা গেছে।
  • এই ফোনে অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস সহ লঞ্চ করা হবে বলে জানা গেছে। এছাড়া অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে জানার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

POCO M6 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী এই M6 ফোন Redmi 13 ফোনের রিব্র্যান্ড ভার্সন হিসেবে আসতে পারে বলে জানা গেছে। দুটি মডেলেই একইরকম স্পেসিফিকেশন দেওয়া হতে পারে।

  • প্রসেসর: POCO M6 ফোনে MediaTek Helio G88 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে।
  • স্টোরেজ: এই ফোনে 8GB RAM এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এফসিসি লিস্টিং অনুযায়ী এই ফোনে 5000এমএএচ ব্যাটারি এবং 33ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এখনও পর্যন্ত ক্যামেরা সম্পর্কে কিছু জানা যায়নি, কিন্তু এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হতে পারে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা যোগ করা হতে পারে।
  • ওএস: অপারেটিং সিস্টেম হিসেবে এতে অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস 1.0 সহ লঞ্চ করা হতে পারে।
  • কানেক্টিভিটি: POCO M6 ফোনে কানেক্টিভিটি জন্য 4জি, ব্লুটুথ 5.3,ওয়াই-ফাই, ডুয়াল সিমের মতো ফিচার দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here