কমে গেল realme 13 Pro এবং realme 13 Pro+ স্মার্টফোনের দাম, জেনে নিন বিস্তারিত

জানুয়ারি মাসে realme 14 Pro সিরিজ ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। আপকামিং স্মার্টফোন সিরিজ লঞ্চের আগেই রিয়েলমি তাদের ফ্যানদের দারুণ উপহার দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে realme 13 Pro এবং realme 13 Pro+ ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। এই ফোনের দাম কমানোর পর 3 হাজার টাকা কম দামে সেল করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক realme 13 Pro এবং realme 13 Pro+ ফোনের নতুন দাম এবং অফার ডিটেইলস সম্পর্কে।

realme 13 Pro 5G এর দাম

realme 13 Pro 5G পুরনো দাম নতুন দাম প্রাইস ড্রপ
8GB RAM + 128GB Memory ₹26,999 ₹23,999 ₹3,000
8GB RAM + 256GB Memory ₹28,999 ₹25,999 ₹3,000
12GB RAM + 512GB Memory ₹31,999 ₹28,999 ₹3,000

 

realme 13 Pro+ 5G এর দাম

realme 13 Pro+ 5G পুরনো দাম নতুন দাম প্রাইস ড্রপ
8GB RAM + 256GB Memory ₹32,999 ₹30,999 ₹2,000
12GB RAM + 256GB Memory ₹34,999 ₹32,999 ₹2,000
12GB RAM + 512GB Memory ₹36,999 ₹34,999 ₹2,000

 

realme 13 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে

  • স্মার্টফোন দুটির স্ক্রিন একইরকম রয়েছে। realme 13 Pro এবং realme 13 Pro+ ফোন OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হয়েছে।
  • Realme 13 Pro এবং Realme 13 Pro+ ফোনদুটিতে 2412 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে রয়েছে।
  • এই ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 2160Hz PWM ডিমিং এবং 2000nits পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • ফোনে কর্নিং গোরিলা গ্লাস 7আই প্রোটেকশন সহ ফোনদুটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।

প্রসেসর

  • কোম্পানির পক্ষ থেকে Realme 13 Pro এবং 13 Pro+ফোন দুটিতে একইরকম প্রসেসর দেওয়া হয়েছে।
  • দুটি 5জি ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 চিপসেট দেওয়া হয়েছে।
  • Realme 13 Pro এবং 13 Pro+ফোনে 2.4GHz ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসর রয়েছে।
  • গ্রাফিক্সের জন্য ফোন দুটিতে অ্যাড্রিনো 710 জিপিইউ রয়েছে।
  • রিয়েলমি ফোন দুটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি ইউআই 5.0 সহ কাজ করে।

রেয়ার ক্যামেরা

  • Realme 13 Pro এবং 13 Pro+ 5G ফোনের সবচেয়ে বড় পার্থক্য রেয়ার ক্যামেরা সেটআপে।
  • Realme 13 Pro 5জি ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে এবং Realme 13 Pro+ 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে।
  • Realme 13 Pro Plus ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-701 OIS সেন্সর + 50MP Sony LYT-600 Periscope লেন্স + 8MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।
  • Realme 13 Pro ফোনের ব্যাক প্যানেলে 50MP Sony LYT-600 OIS প্রাইমারি ক্যামেরা সহ 8MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা

  • Realme 13 Pro 5G এবং Realme 13 Pro+ 5G ফোন দুটিতে একইরকম ফ্রন্ট ক্যামেরা সেটআপ রয়েছে।
  • দুটি ফোনেই 32MP Sony Selfie ক্যামেরা দেওয়া হয়েছে।
  • এতে এফ/2.45 অ্যাপারচারযুক্ত 5পী লেন্স এবং 90° ফিল্ড অফ ভিইউ সাপোর্ট করে।

ব্যাটারি

  • পাওয়ার ব্যাকআপের জন্য Realme 13 Pro 5G এবং Realme 13 Pro+ 5G ফোন দুটিতে 5,200mAh Battery দেওয়া হয়েছে।
  • কোম্পানির পক্ষ থেকে দুটি ফোনেই 4 বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি সহ পেশ করা হয়েছে।
  • রিয়েলমির বক্তব্য অনুযায়ী 1600 বার চার্জ করার পরও 80 শতাংশ বেশি ব্যাটারি হেলথ থাকবে।

ফাস্ট চার্জিং

  • এই ফোনদুটিতে থাকা SuperVOOC ফিচারের জন্য একে অপরের থেকে আলাদা করেছে।
  • Realme 13 Pro 5জি ফোনটিতে 45ওয়াট চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • Realme 13 Pro+ 5জি ফোনটিতে 80ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
  • কোম্পানির বক্তব্য অনুযায়ী রিয়েলমি 13 প্রো ফোনটি 1% থেকে 50% চার্জ করতে 27 মিনিট সময় লাগে, অন্যদিকে রিয়েলমি 13 প্রো+ ফোনটি 19 মিনিটে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

5জি ব্যান্ড

  • রিয়েলমি 13 প্রো 5জি সুইরিজের দুটি ফোনেই 9 5G Bands সাপোর্ট করে।
  • এই ফোনে n1, n3, n5, n8, n28B, n40, n41, n77 এবং n78 ডুয়েল 5জি ব্যান্ড রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here