শীঘ্রই রিলিজ হবে PUBG Mobile 2.4 আপডেট, লেটেস্ট ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন জেনে নিন 

PUBG মোবাইলের অফিসিয়াল 2.4 beta আপডেট রিলিজ হয়েছে। ইউজাররা এই আপডেটটি ইনস্টল করে নতুন সিরিজের অপ্রকাশিত কনটেন্টগুলির আনন্দ উপভোগ করতে পারবেন। ইউজাররা বর্তমানে Pubg Mobile 2.3 beta আপডেটের ফিচারগুলি পরীক্ষা করছে। এর পাশাপাশি নতুন ফিচার অপ্টিমাইজ করা হচ্ছে। কোম্পানি কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক মার্কেটে PUBG মোবাইল 2.3 আপডেট প্রকাশ করেছে। আরও পড়ুন: রকেটের স্পিডে পাওয়া যাচ্ছে 5G ডাউনলোড স্পিড, 4G এর তুলনায় কত গুণ ফাস্ট জেনে নিন ডিটেইলস  

PUBG মোবাইলের ডেভেলপার Krafton এখনও 2.4 আপডেট সম্পর্কে কোন কিছু শেয়ার করেনি।অনুমান করা হচ্ছে যে PUBG মোবাইল 2.4 আপডেট 2023 সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে রিলিজ হতে পারে।Beta ভার্সনে প্লেয়াররা নতুন ফিচার উপভোগ করতে পারবে।

2023 সালের জানুয়ারিতে লঞ্চ হবে PUBG Mobile Update 2.4

Krafton এখনও PUBG Mobile 2.4 ভার্সনের রিলিজ ডেট ঘোষণা করেনি। সম্ভবত এই গেমটি 11 জানুয়ারি থেকে 15 জানুয়ারির মধ্যে এই গেমটির একটি নতুন ভার্সন আপডেট হতে পারে। PUBG মোবাইলের নতুন গেমের আপডেট অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে পাওয়া যাবে। এই পোস্টে আপনাদের PUBG মোবাইলের লেটেস্ট ভার্সন ডাউনলোড সম্পর্কে স্টেপ বাই স্টেপ জানানো হল। আরও পড়ুন: শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S23 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন 

স্টেপ 1: প্রথমে আপনার ডিভাইসে Google Play Store বা অ্যাপল অ্যাপ স্টোর খুলুন।

অ্যান্ড্রয়েড ইউজাররা PUBG মোবাইলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে APK ফাইল ডাউনলোড করতে পারেন। এখানে আপনাদের অফিসিয়াল লিঙ্ক দেওয়া হল।

লিঙ্ক 1: https://www.pubgmobile.com/en-USAPK
লিঙ্ক 2: https://pubgmobile.live/apk
উপরের লিঙ্ক থেকে আপনারা PUBG মোবাইলের APK ফাইলটি ডাউনলোড করতে পারবেন।

স্টেপ 2: আপনি অ্যাপ স্টোরে গেমটি সার্চ করে আপডেট বা ইনস্টল করতে পারেন।
এতে কয়েক মিনিট সময় লাগবে কিন্তু অ্যাপ স্টোর থেকে গেমের লেটেস্ট ভার্সনটি অটোমেটিক ভাবে আপডেট ও ইনস্টল করা যাবে।

স্টেপ 3: আপনার স্মার্টফোনে গেমটি অন করুন এবং অতিরিক্ত রিসোর্স প্যাক ইনস্টল করুন। রিসোর্স প্যাক ইনস্টল করার পরে, গেমটি পুনরায় রিস্টার্ট করতে পারবেন।

স্টেপ 4: আপনার অ্যাকাউন্ট আইডি দিয়ে গেমটিতে লগইন করুন এবং PUBG মোবাইলের লেটেস্ট ভার্সনটির আনন্দ নিন।

ভারতে PUBG মোবাইল গেম ব্যান করে দেওয়া হয়েছে। ইউজারদের ডেটা এবং প্রাইভেসির কথা ভেবে ভারতে এই গেমটি ব্যান করা হয়েছে। আরও পড়ুন: চাইনিজ স্মার্টফোন কিনতে না চাইলে এগুলো আপনার জন্য সেরা নন-চাইনিজ মোবাইল ফোন, শক্তিশালী প্রসেসরের সাথে পাবেন দারুণ ফিচার 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here