PUBG Mobile এর থেকে কতটা আলাদা Battlegrounds Mobile India, ডাউনলোড করার আগে জানুন এই পাঁচটি পার্থক্য

BattleGrounds Mobile India (BGMI) অর্থাৎ PUBG Mobile এখন আর্লি অ্যাক্সেস ভারতে সবার জন্য উপলব্ধ হয়ে গেছে। শুক্রবার প্রছমে এই গেমের Beta Version পেশ করা হয়েছিল যা সিমিত সংখ‍্যার‌ই টেস্টারদের জন‍্য উপলব্ধ হয়েছিল। আবার এখন Karton ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া সবার জন্য আর্লি অ্যাক্সেস রূপে পেশ করে দিয়েছে। অর্থাৎ এখন সব ইন্ডিয়ান ইউজার্স এই গেমটি নিজের ফোনে ডাউনলোড করতে পারবে আর নতুন পাবজি মোবাইল গেমের মজা নিতে পারবেন। PUBG Mobile এর ক্রেজের কারনে পুরো দেশে বহু রকমের অপ্রিয় ঘটনা সামনে এসেছিল যার পরে এই গেমটি আলোচনার শিকার হয়েছিল। কিন্তু BattleGrounds Mobile India এর সাথে গেম নির্মাতা চান না এরকম কিছু আবার হোক। এইজন্য ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া নতুন ভাবে আর নতুন নিয়মের সাথে বানানো হয়েছে যা পাবজি মোবাইল থেকে অনেকটাই আলাদা। আমরা আগে 5টি এরকম পয়েন্ট বলবো যা ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফোনে ডাউনলোড করার আগে জেনে নেওয়া প্রয়োজন যে PUBG Mobile আর Battlegrounds Mobile India এর মধ্যে পার্থক্য কি।

Battlegrounds Mobile India Vs PUBG Mobile: প্রাইভেসি আর সিকিউরিটি

প্রাইভেসি আর সিকিউরিটি দেখেই PUBG Mobile কে ব‍্যান করা হয়েছিল।কিন্তু Krafton BGMI তে প্লেয়ার্সদের সুরক্ষা, গোপনীয়তা আর তাদের ডেটাতে একটু বেশি খেয়াল করেছে। 18 বছরের কম বয়সের প্লেয়ার্সদের জন্য এই পলিসিতে বেশি খেয়াল করা হয়েছে আর জোড়‌ও দেওয়া হয়েছে। 18 বছরের কম বয়সের প্লেয়ার্সরা এই গেম খেলতে পারবে না।

Battlegrounds Mobile India Vs PUBG Mobile: রক্তের রঙ সবুজ হবে

গত বছর পাবজি মোবাইল ব‍্যান হ‌ওয়ার পর থেকে ক্রাফটন ভারত সরকার নিয়মের পালন করে এই গেমে কিছু বদল করেছে। এই কারনে ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে প্লেয়ার্সদের ব্লাড অর্থাৎ রক্ততে রিলেটেড কিছু দেখা যাবে না। অর্থাৎ পাবজি এর যেই সব সিনে ব্লাডের কালার লাল ছিল, আবার BGMI তে লাল রঙের বদলে সবূজ করা হয়েছে। অথচ খেলার সময় এটি দেখা অনেকটাই আজব লাগবে। কিন্তু এই পদক্ষেপ‌টি নাবালিক প্লেয়ার্সদের দেখে নেওয়া হয়েছে।

Battlegrounds Mobile India Vs PUBG Mobile: স্ক্রিনে দেখা যাবে না ‘Killed’

BattleGrounds Mobile India তে এই কথার বিশেষ খেয়াল রাখা হয়েছে যে বেশি রক্তারক্তি যাতে না দেখানো হয়। এই গেমে ভায়লেন্স সিন অনেকটাই কম রাখা হয়েছে। শোনা যাচ্ছে যে এই গেমের কিলিং এর সময় ব্লাড স্প্ল‍্যাশ অর্থাৎ রক্তের ছিটার রঙ‌ও লাল না বরং সবুজ দেখানো হবে। ডেথ শট ভিসুয়াল বেশি ক্লিয়ার হবে না আর এরকম সিনে গ্রাফিক্স‌ও ব্লার করে দেওয়া হবে।

Battlegrounds Mobile India Vs PUBG Mobile: খেলার সময় সীমিত হবে

PUBG Mobile এর সময় অভিভাবক‌দের অভিযোগ ছিল যে তাদের বাচ্চা সারাদিন মোবাইলে লেগে থাকে আর পাবজি খেলতে থাকে। এরকম করায় কিছু যুবকদের শারীরিক আর মানসিক সমস্যার সম্মুখীন করতে হয়েছিল। কিছু বাচ্চারা তো গেম খেলার নেশায় সঠিক সময়ে খাওয়া পড়াও ছেড়ে দিয়েছিল। কিন্তু BattleGrounds Mobile India এর সাথে এরকম হবে না, এই ব‍্যাপারে বিশেষ খেয়াল রাখা হয়েছে। এই গেমে 18 বছরের কম বয়সের বাচ্চারা দিনে অধিকতম 3ঘন্টাই এই মোবাইল গেম খেলতে পারবে।

Battlegrounds Mobile India Vs PUBG Mobile: টাকা খরচ করার‌ও লিমিট থাকবে

গেম খেলার নেশায় খাওয়া দাওয়া ছাড়ার সাথেই কিছু লোকেদের এমধ শিকার বানিয়ে নিয়েছিল যে বাচ্চারা চুরি করে নিজের মা-বাবার অনেক টাকা PUBG Mobile এ নষ্ট করে দিয়েছিল। কিন্তু ব‍্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতে টাকা খরচ করার‌ও লিমিট রাখা হয়েছে। যেকোনো প্লেয়ার একদিনে অধিকতম 7,000 টাকাই এই গেমে খরচ করতে পারবে আর গেম আইটেম আপগ্রেড করতে পারবে। শুধু এটুকুই না টাকা খরচ করার জন্য বাড়ির বড়োর ফোন নাম্বার‌ও ভেরিফাই করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here