ভারতে লঞ্চ হল Realme 10 Pro 5G স্মার্টফোন, দেখে নিন ফিচার, স্পেসিফিকেশন এবং দাম

গত 8 ডিসেম্বর Realme ভারতে তাদের Realme 10 Pro Series পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে Realme 10 Pro 5G এবং Realme 10 Pro+ 5G নামের দুটি স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি লেটেস্ট স্মার্টফোনেই অ্যাডভান্স স্পেসিফিকেশনের পাশাপাশি দারুণ স্টাইলিশ লুক যোগ করা হয়েছে। এই পোস্টে কোম্পানির Realme 10 Pro 5G এর ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল। Realme 10 Pro+ 5G সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন।

Realme 10 Pro 5G এর ভারতীয় দাম

ভারতের মার্কেটে Realme 10 Pro 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 6GB RAM এর সঙ্গে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর বড় ভেরিয়েন্টে 8GB RAM এবং 128GB রয়েছে। এই দুটি ভেরিয়েন্টের ভারতীয় দাম যথাক্রমে 18,999 টাকা 19,999 টাকা। আগামী 16 ডিসেম্বর থেকে ভারতে Realme 10 Pro 5G ফোনটি Dark Matter, Nebula Blue এবং Hyperspace Gold কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Realme 10 Pro 5G-এর ফিচার এবং স্পেসিফিকেশন

লেটেস্ট Realme 10 Pro 5G ফোনটিতে 2400 x 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.72 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। পাঞ্চ হোল স্টাইলের এই ডিসপ্লের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে কিছুটা চিন পার্ট রয়েছে। এই ফোনের ডিসপ্লে OLED প্যানেল দিয়ে তৈরি যা 120 হার্টস রিফ্রেশরেট এবং 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লেতে 680 নিটস ব্রাইটনেস, 1400:1 কন্ট্রাস্ট রেশিও, 16.7এম কালার এবং 391 পিপিআই পিক্সেল ডেনসিটির মতো ফিচার রয়েছে।

Realme 10 Pro 5G ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম বেসড Realme OneUI 4 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 2.2 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 695 চিপসেটে কাজ করে। Realme 10 Pro 5G ফোনটি 8GB Virtual RAM সাপোর্ট করে। জার ফলে হেভি প্রসেসিং এবং গেমিঙের সময় এতে 20GB RAM উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য Realme 10 Pro 5G তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.75 অ্যাপার্চারযুক্ত 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.45 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্টেড 5,000mAh ব্যাটারি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here