মার্চ মাসে ভারতে লঞ্চ হতে পারে Realme 12 এবং Realme 12+, লিক হল ফটো এবং ফিচার

ভারতের বাজারে Realme 12 Pro এবং Realme 12 Pro+ 5G লঞ্চের পর এবার কোম্পানি তাদের এই সিরিজে বেস মডেল লঞ্চের প্রস্ততি নিচ্ছে। বিগত বেশ কিছু দিন ধরে কোম্পানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে #OneMorePlus হ্যাশট্যাগ ব্যাবহার করছে, এটিকে Realme 12+ ফোনের প্রমোশন বলে মনে করা হচ্ছে। এবার একটি নতুন লিকের মাধ্যমে Realme 12 এবং Realme 12+ ফোনের লঞ্চ ডেট সামনে এসেছে।

Realme 12+ এর ভারতে লঞ্চ ডেট (লিক)

টিপস্টার সুধাংশু Realme 12 এবং Realme 12+ ফোনের লি শেয়ার করেছেন। টিপস্টারের অনুমান অনুযায়ী আগামী 6 মার্চ ভারতে Realme 12+ লঞ্চ করা হবে। এর সঙ্গে এই একই দিনে ভারতে Realme 12 ফোনটিও পেশ করা হবে। আপকামিং ফোনের লঞ্চ ডেট শেয়ার করার পাশাপাশি তিনটি এক্সে প্রমোশনাল পোস্টার সেরা করেছেন। যার ফলে ফোনের ব্যাক প্যানেলের ডিজাইন এবং কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।

Realme 12+ এর স্পেসিফিকেশন (লিক)

স্টোরেজ: নতুন লিক হওয়া প্রমোশনাল পোস্টার অনুযায়ী Realme 12+ ফোনে 12GB RAM থাকবে। এর সঙ্গেই এই ফোনে 12GB virtual RAM যোগ করা হবে, যার ফলে এই ফোনে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে। এতে 256GB ইন্টারনাল স্টোরেজ থাকবে।

প্রসেসর: Realme 12+ ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7050 অক্টাকোর প্রসেসর যোগ করা হবে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালী জি68 এমপি4 ইজপিইউ থাকবে।

ক্যামেরা: ছবি থেকে জানা গেছে Realme 12 Plus 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। লিক অনুযায়ী এই ফোনে OIS ফিচারযুক্ত Sony LYT600 প্রাইমারি সেন্সর যোগ করা হবে। এটি 50MP ক্যামেরা সেন্সর হতে পারে এবং এর সঙ্গে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ম্যাক্রো সেন্সরও থাকবে।

ডিসপ্লে: লিকে এই ফোনের ফ্রন্ট প্যানেল দেখা যায়নি। তবে প্রমোশনাল পোস্টার অনুযায়ী ফোনটিতে এমোলেড প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লে দেওয়া হবে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করবে। এতে কার্ভ এজ সহ ফ্লাস্ত স্ক্রিন ব্যাবহার করা হবে বলে শোনা যাচ্ছে।

ব্যাটারি: Realme 12+ ফোনের রিটেইলস বক্সের লিক ফটো থেকে ফোনটির ব্যাটারি এবং চার্জিং সম্পর্কেও জানা গেছে। বক্স অনুযায়ী এই ফোনে 5,000mAh ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here