8GB RAM, 5000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ কম দামে লঞ্চ হল Realme 12+ 5G, জেনে নিন দাম

রিয়েলমি ইন্দোনেশিয়ায় Realme 12 Pro+ 5G এবং Realme 12+ 5G স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। জানিয়ে রাখি এর মধ্যে প্রো প্লাস মডেলটি আগেই ভারতেলঞ্চ করা হয়েছে, নিচে Realme 12+ 5G সম্পর্কে বিস্তারিত জানানো হল। এই ফোনে 120Hz AMOLED ডিসপ্লে, 50MP Sony LYT600 সেন্সর, MediaTek Dimensity চিপসেট এবং আরও অনেক আকর্ষণীয় ফিচার দেওয়া হয়েছে। এই ফোনটির দামও বাজেটের মধ্যেই রাখা হয়েছে।

Realme 12+ 5G এর দাম (ইন্দোনেশিয়া)

  • ইন্ডোনেশিয়ায় রিয়েলমি 12+ 5G ফোনটি 8GB র‍্যাম + 256GB ইন্টারনাল স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে।
  • এই ফোনটির দাম রাখা হয়েছে Rp 4,199,000, অর্থাৎ ভারতীয় দরে প্রায় 22,200 টাকা।
  • ইন্ডোনেশিয়ায় এই ফোনের প্রি-অর্ডার শুরু হয়ে গেছে, গ্রাহকরা আগামী 8 মার্চ থেকে এটি কিনতে পারবেন।
  • জানিয়ে রাখি ভারতে Realme 12+ 5G ফোনটি আগামী 6 মার্চ লঞ্চ করা হবে।

Realme 12+ 5G এর ডিজাইন

রিয়েলমি 12+ 5G ফোনটিতে গোল্ড বেজল সহ একটি লাক্জারি ঘড়ির ডিজাইন দেপা হয়েছে। প্রসিদ্ধ লাক্জারি ঘড়ি ডিজাইনার অলিভিয়ার সেভিওর সাহায্যে পলিশ স্যানবার্স্ট ডায়ালের মতো ডেভেলপ করা হয়েছে। এই ফোনে ভেগান লেদার ব্যাক প্যানেল সহ গোলাকার ক্যামেরা মডিউল রয়েছে। এই ফোনটি আগের Realme 12 Pro ফোনের মতোই।

Realme 12+ 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Realme 12+ 5G ফোনটিতে 6.67 ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে রয়েছে। এটিতে ফুল এইচডি+ 2400 × 1080 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 2000 নিট পীক ব্রাইটনেস, 50,00,000:1 কনট্রাস্ট রেশিও, HDR10+ এবং রেইনওয়াটার স্মার্ট টাচ স্ক্রিন দেওয়া হয়েছে।

প্রসেসর: Realme 12+ 5G-এ মালী G68 GPU সহ MediaTek Dimensity 7050 চিপসেট যোগ করা হয়েছে।

মেমরি: এই ফোনে 8GB র‍্যাম + 8GB ডায়নামিক র‍্যাম সাপোর্ট সহ 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশ ও OIS সহ এবং f/1.88 অপারচারযুক্ত 50MP এর Sony LYT 600 প্রাইমারি সেন্সর, 8MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফির জন্য 16MP ক্যামেরা যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000mAh এবং চার্জিং জন্য 67W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

অন্যান্য: সিকিউরিটির জন্য এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অডিওর জন্য হাই-রেজ অডিও সহ স্টিরিও স্পিকার সেটআপ দেওয়া হয়েছে। এটা মোবাইলটিকে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে।

কানেকটিভিটি: Realme 12+ 5G-তে ডুয়াল-সিম, 5জি, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি, জিপিএস সহ বিভিন্ন বেসিক কানেকটিভিটি ফিচার রয়েছে।

ওজন এবং ডায়মেনশন: Realme 12+ 5G-এর ওজন 190 গ্রাম এবং ডায়মেনশন 163 × 75.5 × 7.9 মিমি।

সফটওয়্যার: এই মোবাইলটি Realme UI 5.0 এবং অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here