BIS-এ লিস্টেড হল Realme 12 Pro এবং Realme 12 Pro+, শীঘ্রই ভারতে হতে পারে লঞ্চ

গত সপ্তাহে Realme তাদের GT 5 Pro ফোনটি লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের আপকামিং Realme 12 সিরিজ লঞ্চের প্রস্ততি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। লিক অনুযায়ী এই সিরিজে Realme 12 Pro এবং Realme 12 Pro+ ফোন পেশ করা হতে পারে। এই দুটি ফোনই BIS সাইটে লিস্টেড হতে দেখা গেছে, ফলে খুব তাড়াতাড়ি ভারতে এই ফোন লঞ্চের আভাস পাওয়া যাচ্ছে।

BIS-এ দেখা গেল Realme 12 সিরিজ

  • Realme 12 Pro এবং Realme 12 Pro+ ফোনদুটি BIS সার্টিফিকেশন সাইটে RMX3842 এবং RMX3840 মডেল নাম্বার সহ লিস্টেড করা হয়েছে।
  • এর আগে Realme 12 Pro+ ফোনটি এই একই মডেল নাম্বার সহ ইন্দোনেশিয়ার SDPPI সার্টিফিকেশন সাইটেও দেখা গিয়েছিল।
  • ওপরে বলা মডেল নাম্বারটিই Realme 12 Pro ফোনের জন্যও প্রযোজ্য বলে জানানো হয়েছে।
  • BIS সাইটে ফোনের ডিটেইলস সম্পর্কে কিছু বলা হয়নি, তবে এই সাইটে ফোনদুটি দেখে বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি বাজারে এই ডিভাইস পেশ করা হবে।
  • Realme এখনও পর্যন্ত তাদের আপকামিং সিরিজ সম্পর্কে কোনো অফিসিয়াল তথ্য জানায়নি।

Realme 12 Pro এবং Realme 12 Pro+ সম্পর্কে এখনও পর্যন্ত জানা গেছে

  • Realme 12 Pro সিরিজের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট যোগ করা হতে পারে।
  • একটু নতুন লিক অনুযায়ী Realme 12 Pro ফোনে 2x অপটিক্যাল জুম সহ 32MP Sony IMX709 টেলিফটো সেন্সর থাকবে। অন্যদিকে Realme 12 Pro+ ফোনটিতে 3x অপটিক্যাল জুম সাপোর্টেড 64MP ওমনিভিশন OV64B পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে।
  • Realme 12 সিরিজের ফোনে আয়তাকার ক্যামেরা মডিউলের মধ্যে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
  • চীনে Realme 12 Pro ফোনের 12GB RAM এবং 256GB স্টোরেজ মডেল RMB 2,099 অর্থাৎ প্রায় 25,000 টাকা হবে বলে জানানো হয়েছে।
  • 2024 সালের প্রথম কোয়ার্টারে Realme 12 সিরিজ লঞ্চ করা হতে পারে। চীনে একটি লঞ্চ ইভেন্টের মাধ্যমে এই ফোন লঞ্চ করা হবে, এরপর ভারত সহ অন্যান্য মার্কেটে এই ফোন পেশ করা হবে।

মনে করিয়ে দিই Realme 11 Pro এবং Realme 11 Pro+ ফোনদুটি গত জুন মাসে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছিল। তাই এই আপকামিং সিরিজ লঞ্চ হতে এখনও কিছু দেরি আছে বলে মনে করা হচ্ছে। এবার এই সিরিজে Realme 12 এবং সম্ভবত Realme 12x লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here