ভারতে 19 মার্চ লঞ্চ হবে Realme Narzo 70 Pro 5G, পাওয়া যাবে অ্যাডভান্স Air Gesture ফিচার

Realme তাদের ‘নারজো’ সিরিজে একটি নতুন স্মার্টফোন যোগ করতে চলেছে। ব্র্যান্ডের লেটেস্ট এবং অ্যাডভান্স ফোনটি Narzo 70 Pro 5G নামে ভারতে 19 মার্চ লঞ্চ করা হবে। ফোনের লঞ্চ ডেট ঘোষণা করার সঙ্গে সঙ্গেই কোম্পানি এই ফোনের ছবি এবং কিছু গুরুত্বপূর্ণ ফিচারও অফিসিয়াল করেছে। এই বিষয়ে নিচে বিস্তারিত জানানো হল।

ভারতে লঞ্চ হবে Realme Narzo 70 Pro 5G

কোম্পানি অফিসিয়াল অ্যানাউন্সমেন্টে জানিয়েছে আগামী 19 মার্চ ভারতে একটি লঞ্চ ইভেন্ট আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চেই তাদের নতুন Narzo 70 Pro 5G স্মার্টফোনটি ভারতীয় বাজারে পেশ করা হবে। এই লঞ্চ ইভেন্টটি 19 মার্চ দুপুর 12টায় শুরু হবে এবং কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ শপিং সাইট আমাজনে এই ইভেন্ট লাইভ দেখা যাবে।

Air Gestures ফিচার

শিরোনামে উল্লিখিত এয়ার জেস্চার ফিচার এই ফোনের অন্যতম বিশেষত্ব হতে চলেছে। জানিয়ে রাখি এয়ার জেস্চার এমন একটি টেকনোলজি যার সাহায্যে ফোন স্পর্শ না করেই স্ক্রিন বা অ্যাপ নেভিগেট করা যায়। হাত ভিজে বা নোংরা থাকলে শুধুমাত্র আঙুল বা হাতের ইশারায় ফোন কন্ট্রোল করা যাবে। অ্যাপ খোলা-বন্ধ করা, স্ক্রীন স্ক্রলিং, স্ক্রীনশট, হোম পেজ অ্যাক্সেস ইত্যাদি কাজগুলি সহজেই দূর থেকে করা যাবে।

Realme Narzo 60 Pro 5G এর স্পেসিফিকেশন

  • দাম: এই Realme ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 23,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 26,999 টাকা এবং 12GB RAM + 1TB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম 29,999 টাকা। আশা করা হচ্ছে নতুন Narzo 70 Pro 5G ফোনও এই একই রেঞ্জে পেশ করা হবে।
  • ডিসপ্লে: Realme Narzo 60 Pro 5G ফোনে 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন সহ 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। এই কার্ভড ওএলইডি স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেট, 1260 হার্ট্জ টাচ স্যাম্পলিং রেট, 2160 পিডব্লিউ ডিমিং এবং 9500 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও যোগ করা হয়েছে।
  • প্রসেসর: Realme Narzo 60 Pro 5G ফোনটি Android 13 এবং Realme UI 4.0 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.6 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7050 অ্যাক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-G68 জিপিইউ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: Narzo 60 Pro 5G ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.75 অ্যাপারচারযুক্ত 100 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেল পোর্ট্রেট সেন্সর যোগ করা হয়েছে। এই ক্যামেরায় OIS এবং ইন-সেন্সর জুম টেকনোলজি দেওয়া হয়েছে। এর ফ্রন্ট প্যানেলে 16 মেগাপিক্সেল সেলফি সেন্সর রয়েছে।
  • ব্যাটারি: Realme Narzo 60 Pro 5G ফোনে 67 ওয়াট সুপারভূক ফাস্ট চার্জিং টেকনোলজি সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 8 মিনিটে 0 থেকে 50% এবং 47 মিনিটে 100% পর্যন্ত চার্জ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here